images

অটোমোবাইল

এক চার্জে ২৩০ কিলোমিটার চলবে এই ইলেকট্রিক গাড়ি

অটোমোবাইল ডেস্ক

২৬ মে ২০২৩, ১০:২৮ এএম

বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মরিস গ্যারেজ বা এমজি নতুন ইলেকট্রিক গাড়ি এনেছে। যার মডেল এমজি কমেট ইভি। এই গাড়ি একবার ফুল চার্জ দিলে টানা ২৩০ কিলোমিটার পর্যন্ত পথ চলতে পারবে। 

mg cometএমজি কমেট সম্প্রতি ভারতের বাজারে বিক্রি শুরু হয়েছে। দেশটিতে এই গাড়ির এক্স শোরুম মূল্য ৭ লাখ ৯৮ হাজার রুপি। 

বেশ কয়েকটি ভার্সনে এই গাড়ি কেনা যাবে। অর্থাৎ ব্যাটারির ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন ভেরিয়েন্টে পাওয়া যাবে এমজি কমেট। 

mg comet

এমজি কমেট ইভি মূলত ছোট আকারের ইলেকট্রিক কার। এতে চালকসহ ৫ জন আরামসে বসতে পারবেন। সরু রাস্তা দিয়েও এই গাড়ি চালানো যাবে। এর মেইনটেন্যান্স খরচ নেই বললেই চলে।

এমজি কমেটের বৈদ্যুতিক গাড়িতে রয়েছে ১৭.৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি। এই ব্যাটারি ফুল চার্জ হতে ৭ ঘণ্টা সময় নেয়। ফুল চার্জে রেঞ্জ দেয় 230 কিলোমিটার।

mg cometএই গাড়িতেও রয়েছে ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি, ইউএসবি এবং স্পিকার্স। গাড়িতে সুরক্ষার জন্য রয়েছে এবিএস এবং জিও ফেন্সিং, রিয়ার ক্যামেরা এবং স্পিড এলার্ট।

এজেড