images

অটোমোবাইল

হিরো স্প্লেন্ডর আসছে ইলেকট্রিক ভার্সনে

অটোমোবাইল ডেস্ক

১৮ মে ২০২৩, ০৩:০৩ পিএম

হিরো ইলেকট্রিক এলো ইলেকট্রিক ভার্সনে। ইলেকট্রিক স্প্লেন্ডর চলবে একচার্জে চার্জে ২৫০ কিলোমিটার। শুধু তাই নয়, এর চার্জিং কম শক্তি খরচ করবে। কারণ এর প্রযুক্তি আশ্চর্যজনক। এমন পরিস্থিতিতে কোম্পানির সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইক স্প্লেন্ডারকে বৈদ্যুতিক অবতারে দেখার প্রত্যাশা বেড়েছে মানুষের। এই বাইক লঞ্চ হলে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই।

heroহিরো ইলেকট্রিক স্কুটি ও বাইকের বাজারে নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছে। এই পরিবেশ দূষণের যুগে সবাই ইলেকট্রিক যানবাহন ব্যবহার করার চেষ্টা করছে। তাই দেশের বৃহত্তম টু-হুইলার কোম্পানি, সম্প্রতি ঘোষণা করেছে যে এটি শিগগিরই বাজারে ভিডা ব্র্যান্ডের অধীনে তাদের প্রথম বৈদ্যুতিক যানবাহন চালু করবে। তবে এই বাইকের বৈদ্যুতিক সংস্করণটি চালু করার বিষয়ে কোম্পানির পক্ষ থেকে কোনো তথ্য শেয়ার করা হয়নি।

এজেড