images

অটোমোবাইল

গরমে ইলেকট্রিক বাইকের যত্নে করণীয়

অটোমোবাইল ডেস্ক

১১ মে ২০২৩, ১১:৩৮ এএম

বাড়ছে ইলেকট্রিক বাইক ও স্কুটারের ব্যবহার। এসব বৈদ্যুতিক বাহনের মূল চালিকাশক্তি ব্যাটারি। গরমে ব্যাটারি বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। তাই এই সময়ে চাই বাড়তি যত্ন। 

ইলেকট্রিক যানবাহন ব্যবহারের প্রবণতা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে দুর্ঘটনার সংখ্যাও। একের পর এক র্ঘটনা সামনে আসে ইলেকট্রিক বাইক-স্কুটার, গাড়িকে কেন্দ্র করে। 

e bike batteryইলেকট্রিক গাড়ি, বাইক ও স্কুটার বিস্ফোরণের খবর প্রায়ই শোনা যায়। এসব বাহনের ব্যাটারি বিস্ফোরণ হয় সবচেয়ে বেশি। তাই ইলেকট্রিক বাইক-স্কুটারের ব্য়াটারির দিকে নজর দিন। জেনে নিন কীভাবে ইলেকট্রিক বাইক বা স্কুটারের ব্যাটারির যত্ন নেবেন।

ইলেকট্রিক বাইক-স্কুটারের যত্নে করণীয়

১. ব্যাটারির সুইচ বন্ধ করুন

যদি আপনার ব্যাটারিতে একটি সুইচ থাকে তবে চার্জ দেওয়ার আগে ব্যাটারিটি বন্ধ করে দেওয়া ভালো।

২. আসল চার্জার ব্যবহার করুন

আপনার ই-বাইক বা স্কুটারের ব্যাটারিটি সব সময় আসল চার্জার দিয়ে চার্জ করুন। অন্য় কোনও বাইক বা স্কুটারের চার্জার ব্য়বহার করবেন না।

৩. ঘন ঘন চার্জ করবেন না

আপনার ই-বাইক বা স্কুটারের ব্যাটারিটি ঘন ঘন চার্জ করবেন না। আবার ব্যবহারের এক ঘন্টার মধ্যে চার্জ করা উচিত নয়। ব্যাটারি চার্জ করার আগে ব্যাটারি সিস্টেমকে ঠান্ডা হতে দিন। তারপরেই চার্জ করুন।

electric bike৪. ব্যাটারিতে কোনও ছিদ্র রয়েছে কি না দেখুন

আপনি যদি ব্যাটারিতে কোনও ছিদ্র বা ক্ষতি লক্ষ্য করেন। তাহলে ভুলেও ব্যাটারিটি চার্জ করবেন না।

৫. অপটিমাল চার্জিং নীতি মেনে চলুন

১০০% ডিসচার্জের পরে ব্যাটারি কখনই চার্জ করা উচিত নয়। চেষ্টা করুন ব্যাটারিটি ২০-৮০ শতাংশের মধ্য়ে চার্জ করতে।

এজেড