অটোমোবাইল ডেস্ক
১১ মে ২০২৩, ১০:৫৮ এএম
দেশ জুড়ে ব্যক্তিগত গাড়ির ব্যবহার বেড়েছে। অথচ ব্যক্তিগত গাড়ির চেয়ে গণ পরিবহনে বেশি সংখ্যক যাত্রী পরিবহন করার সুযোগ রয়েছে। ঢাকায় বসবাসরত অনেকেরই একাধিক গাড়ি রয়েছে। একাধিক গাড়ি কেনার প্রবণতা ঠেকাতে অভিনব উদ্যোগ নিয়েছে সরকার।
যাদের একাধিক ব্যক্তিগত গাড়ি রয়েছে তাদের দিতে হবে কার্বন কর। এই কর হতে পারে ২০ হাজার টাকা থেকে তিন লাখ টাকা পর্যন্ত। আগামী অর্থবছরে এই নিয়ম চালু হতে পারে।
সম্প্রতি এই উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থমন্ত্রী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এখন প্রধানমন্ত্রীর অনুমতির অপেক্ষা।
আগামী অর্থবছরের বাজেটে কার্বন করের বিষয়টির সুরাহা হবে। বাজেট অধিবেশনে এই বিষয়ে আলোচনাও হবে।
বাংলাদেশে মোটরযানের সংখ্যা ৫৩ লাখ। এর মধ্যে ঢাকায় চলছে ৩০ লাখ। যার বেশিরভাগই ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট কার। শহরের সড়কজুড়ে দাঁপিয়ে বেড়াচ্ছে এই গাড়ি। যানজট সৃষ্টির অন্যতম কারণও এই ব্যক্তিগত গাড়ি।
গাড়ি থেকে প্রচুর পরিমানে কার্বন নিঃসরণ হয়। যা পরিবেশ দূষণের জন্য দায়ী। পৃথিবী অনেক দেশেই কার্বন আইন রয়েছে। যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান কার্বন নিঃসরণ করে তাদের এই করের আওতায় আনা হয়। এবার এই নিয়ম বাংলাদেশেও চালু হতে যাচ্ছে।
এজেড