images

অটোমোবাইল

ইয়ামাহা আর১৫ ভার্সন ফোর কেন কিনবেন?

অটোমোবাইল ডেস্ক

১০ মে ২০২৩, ০২:০৯ পিএম

ইয়ামাহার রেসিং মোটরসাইকেল সিরিজ আর১৫। এই সিরিজের সর্বশেষ ভার্সন আর১৫ ভার্সন ফোর। সম্প্রতি বাজারে এসেছে মোটরসাইকেলটি। নতুন লুক ও ফিচারে বাইকটি কেনা যাচ্ছে। 

ইয়ামাহা আর১৫ এর ভার্সন থ্রির তুলনায় গেটআপ, মেকআপ ও গ্রাফিক্সেও বেশ কিছু বদল এসেছে। 

yamahaনতুন আর ১৫ ভার্সন ফোরে রয়েছে ১৬০ সিসির শক্তিশালী ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ১৮.৪ পিএস শক্তি এবং ১৪.২ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। ইঞ্জিনের শক্তি দুই চাকায় ছড়িয়ে দেওয়ার জন্য থাকছে সিক্স স্পিড গিয়ারবক্স। 

ইয়ামাহা দাবি করে তাদের নতুন ভার্সনের আর১৫ মাইলেজ দেয় প্রতি লিটারে ৪০ কিলোমিটার। এই বাইকের ফুয়েল ট্যাংকের জ্বালানির ধারণ ক্ষমতা ১১ লিটার। বাইকটির সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার। 

চালক ও আরোহীর নিরাপত্তায় দুই চাকায়ই রয়েছে ডিস্ক ব্রেক। এর সামনের চাকায় দেওয়া হয়েছে আপ সাইড ডাউন বা ইউএসডি সাসপেনশন। পেছনে রয়েছে মনোক্রস রিয়ার সাসপেনশন, সঙ্গে ডুয়াল চ্যানেল এবিএস।

বিশেষ ফিচার হিসেবে মিলবে  ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ট্রিপমিটার, ডিজিটাল ওডোমিটার, ট্র্যাকশন কন্ট্রোল, দুইটি রাইডিং মোড, কুইক শিফটার।

yamahaআর ১৫ বাইকের নতুন ভার্সনে হেডল্যাম্প, টেইলল্যাম্প এবং টার্ন সিগন্যাল লাইটে এলইডি দিয়েছে ইয়ামাহা। 

এই বাইকের সিটের উচ্চতা ৮১৫ মিলিমিটার এবং কার্ব ওয়েট ১৪২ কেজি

এজেড