images

অটোমোবাইল

নায়ক রামচরণ তেজার গ্যারেজে বিলাসী গাড়ির বহর

অটোমোবাইল ডেস্ক

২৯ মার্চ ২০২২, ০৯:২০ এএম

রূপালী পর্দার মানুষরা শৌখিন হন। তারা বিলাসী জীবন-যাপনে অভ্যস্ত। গাড়ি-বাড়ির প্রতি তাদের মোহ থাকে। বলিউডের অভিনয় শিল্পীদের দিকে তাকালে এর সত্যতা মেলে। তাদের বিলাসী গাড়ি ও বাড়ি নজর কাড়ে। বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমার অভিনয় শিল্পীরা কম যান না। তাদেরও রয়েছে বিলাসী স্বপ্ন। এদেরই একজন রামচরণ তেজার। এই নায়কের গাড়ির প্রতি অদ্ভুত টান রয়েছে। তার গ্যারেজে রয়েছে এক ঝাঁক বিলাসী গাড়ি।    

teja carসম্প্রতি মুক্তি পেয়েছে তার ছবি ‘আরআরআর’। কেবল তেলুগু ভক্তদের কাছেই নয়, সারা ভারতের সিনেমাপ্রেমী মানুষের কাছে রামচরণের জনপ্রিয়তা এখন তুঙ্গে। ২০০৯ সালে বাবার পথ অনুসরণ করেই তেলুগু ছবিতে পা রেখেছিলেন চিরঞ্জীবী-পুত্র।

হায়দরাবাদের ধনী পরিবারগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে রামচরণ তেজার পরিবার। তবে পারিবারিক সম্পত্তি ছাড়াও  নিজের ঝুলিতেই ১৩০০ কোটি রুপির সম্পদ।

গাড়ির বিষয় দারুণ শৌখিন এই অভিনেতা। তার গ্যারেজে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি। এগুলোর দামও আকাশচুম্বী। জানুন তার গাড়ির তালিকা।

teja car

১. অডি আরএস৭ মডেলের গাড়িটি রামচরণের বেশ পছন্দের। বিয়েতে শ্বশুরবাড়ির পক্ষ থেকে গাড়িটি উপহার হিসাবে পেয়েছিলেন তিনি। গাড়িটির মূল্য প্রায় দুই কোটি রুপি।

২. রোলস রয়েস ফ্যান্টম গাড়িটিও রামচরণের গ্যারাজের শোভা বাড়ায়। গাড়িটির মূল্য প্রায় ৩.৩৪ কোটি রুপি। শোনা যায়, এই গাড়িটি অভিনেতা তার বাবাকে উপহার দিয়েছিলেন।

teja car

৩. গত বছর রামচরণের গ্যারাজে আরও এক নতুন গাড়ির সংযোজন হয়েছে। তার নাম মার্সিডিজ মেব্যাক জিএলএস ৬০০। গাড়িরটির মূল্য প্রায় ৪ কোটি রুপি।

৪. এছাড়াও অডি মার্টিন ভি৮ ভ্যানটেজ, রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি এবং ফেরারি পোর্টোফিনোর মতো বিলাসবহুল গাড়ির সম্ভার রয়েছে অভিনেতার।

এজেড