images

অটোমোবাইল

বিরাট কোহলি জিতলেন ইলেকট্রিক স্কুটার

অটোমোবাইল ডেস্ক

০৫ এপ্রিল ২০২৩, ১০:০০ এএম

ভারতের ক্রিকেটার বিরাট কোহলির বাইকপ্রেম পুরনো। নিত্যনতুন মডেলের বাইক ও গাড়ি কিনতে ভালোবাসেন। এগুলো গ্যারেজে শোভা বাড়ানোর পাশাপাশি নিজেও চালানও। কোহলির গ্যারেজে এলো নতুন অতিথি। সম্প্রতি তিনি একটি ইলেকট্রিক স্কুটার উপহার পেয়েছেন। 

ভারতের ডান হাতি ব্যাটার কোহলির গ্যারেজে এলো ঝাঁ চকচকে বৈদ্যুতিক টু হুইলার। কোহলি ভক্তরা মনে করতে পারেন গাড়ি-বাইক ছেড়ে হঠাৎ স্কুটার কিনতে দৌড়ালেন কেন বিরাট? আসল কাহিনি হচ্ছে, ৩১ মার্চ থেকে শুরু হয়েছে কোটিপতি লিগ আইপিএল।

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৬তম আইপিএল-এর যাত্রা শুরু করে রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। আর প্রথম ম্যাচেই বিরাটের বিধ্বংসী ব্যাটিংয়ে মাঠছাড়া হয় প্রতিপক্ষ দলের সব বাঘা বাঘা বোলার। ৪৯ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিস খেলেন বিরাট। ৮ উইকেটে ম্যাচ জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর।

এই ম্যাচে ‘ইলেকট্রিফায়িং প্লেয়ার অব দ্যা ম্যাচ’ নির্বাচিত হন এই ক্রিকেটার। এজন্য উপহার স্বরূপ তাকে দেওয়া হয় লিমিটেড এডিশন অ্যাম্পিয়ার প্রিমাস ইলেকট্রিক স্কুটার। এই স্কুটারের চাবি বিরাটের হাতে তুলে দেন খোদ প্রতিষ্ঠানটির সিইও সঞ্জয় বেহল।

koholiআরসিবি-এর প্রতিটি ম্যাচে যে ‘ইলেকট্রিফায়িং প্লেয়ার অব দ্যা ম্যাচ’ নির্বাচিত হবে তাকে ইলেকট্রিক স্কুটার উপহার দেবে অ্যাম্পিয়ার ইলেকট্রিক স্কুটারের মালিক প্রতিষ্ঠান গ্রিভস ইলেকট্রিক মোবিলিটি। যেহেতু এবারের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের অফিশিয়াল ইভি পার্টনার হিসাবে রয়েছে গ্রিভস ইলেকট্রিক মোবিলিটি।

লিমিটেড এডিশন হলেও সাধারণ গ্রাহক যারা এই স্কুটার কিনতে ইচ্ছুক তাদের জন্য এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই অ্যাম্পিয়ার প্রিমাস ই-স্কুটারের প্রি-বুকিং চালু করবে নির্মাতা প্রতিষ্ঠানটি।

এই ই-স্কুটারের যে সাধারণ ভেরিয়েন্ট রয়েছে সেখানে সিঙ্গেল চার্জে ১০৭ কিলোমিটার রেঞ্জ পাওয়া যায়। স্কুটারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭৭ কিমি। প্রিমাস ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি চার্জ হতে সময় নেয় ৫ ঘণ্টা। স্কুটারে মিলবে ইউএসবি চার্জিং পোর্ট, মোবাইল ফোন কানেক্টিভিটি, জিপিএস এবং নেভিগেশন। স্কুটারটির ওজনও বেশ হালকা মাত্র ১৩০ কেজি, স্কুটারের এক্স-শোরুম দাম ভারতে ১ লাখ ১০ হাজার রুপি।

এজেড