images

অটোমোবাইল

কম দামে ইলেকট্রিক গাড়ি, এক চার্জে চলবে ২০০ কি.মি.

অটোমোবাইল ডেস্ক

০২ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫৩ পিএম

সাশ্রয়ী দামে আন্তর্জাতিক বাজারে এলো ছোট আকারের ইলেকট্রিক গাড়ি। এই গাড়ি এনেছে পিভিএম। গাড়িটির মডেল ইএএস-ই। 

তিন ধরনের রাইডিং মোডে এই গাড়ি চলবে। প্রথম মোডে রেঞ্জ এক চার্জে ১২০ কিলোমিটার পথ চলতে পারবে। দ্বিতীয় মোডে ১৬০ কিলোমিটার। তৃতীয় মোডে ২০০ কিলোমিটার চলবে। 

carগাড়িটির আসন সংখ্যা মাত্র দুইটি। বিশেষ ফিচার হিসেবে গাড়িটিতে রয়েছে ডিজিটাল প্যানেল এবং টাচস্ক্রিন ইনফোটেনমেন্টের মতো আধুনিক ফিচার। শুধু তাই নয় গাড়িটির দামেও ভালো চমক রেখেছে সংস্থাটি। 

পিভিএম ইএএস-ই মূলত একটি কোয়াড্রি সাইকেল। এর আগে বাজাজ কিউট নামে একটি কোয়াড্রি সাইকেল বাজারে এনেছিল। 

carছোট আকারের এই ইলেকট্রিক গাড়িতে চালকসহ একজন বসতে পারবেন। 

এজেড