images

অটোমোবাইল

পালসার এন১৬০ বাংলাদেশের বাজারে এলো

অটোমোবাইল ডেস্ক

২১ জানুয়ারি ২০২৩, ০২:৩৪ পিএম

উত্তর মোটরস লিমিটেড বাংলাদেশের বাজারে বাজাজ পালসার এন১৬০ মডেলের মোটরসাইকেল এনেছে। শনিবার ২১ জানুয়ারি ঢাকায় এক ইভেন্টে নতুন পালসার উন্মুক্ত করা হয়। ‍ডুয়েল চ্যানেল এবিসের এই মোটরসাইকেলের দাম ২ লাখ ৬০ হাজার টাকা। 

আরও পড়ুন: কম দামে নতুন মোটরসাইকেল

পালসার এন২৫০ মডেলে যে আর্কিটেকচার ব্যবহার হয়েছে ওই একই আর্কিটেকচার ব্যবহৃত হবে এন১৬০ মডেলে। এতে রয়েছে শক্তিশালী নতুন ইঞ্জিন।

pulsarবর্তমানে এনএস১৬০ বাইকে ১৬০.৩ সিসির ইঞ্জিন ব্যবহার হয়। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১৭.২ পিএস শক্তি ও ১৪.৬ নিউটন মিটার টর্ক পাওয়া যায়। সঙ্গে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন।

বিগত কয়েক দশক ধরেই ভারত ও বাংলাদেশের মোটরসাইকেল দুনিয়ায় উজ্জ্বল নাম পালসার।

আরও পড়ুন: সকালে বাইক স্টার্ট নেয় না? ইঞ্জিন গরম করার উপায় জানুন

১২৫ সিসি থেকে ২৫০ সিসির ইঞ্জিনে একাধিক ইঞ্জিনে এই বাইক বিক্রি করে বাজাজ অটো অটো।

pulsarপ্রতিযোগী ব্র্যান্ডগুলোকে কড়া টক্কর দেওয়ার চেষ্টা করলেও নিজেদের সেগমেন্টে এখনও বাজারে সাফল্যের শীর্ষে পালসার সিরিজের মোটরসাইকেলগুলো।

এই সিরিজের সবথেকে জনপ্রিয় মোটরসাইকেল পালসার ১২৫। যদিও বাংলাদেশে এটা পাওয়া যায় না। তবে ভারতে এখনো আছে।

বাজাজ অটো বলছে, রফতানির হিসেবে পালসার ১৫০, ১৮০ এবং ২০০ সিসির মডেলগুলোর জনপ্রিয়তা শীর্ষে।

pulsarপালসার এন২৫০ মডেল থেকে অনুপ্রাণিত হয়ে এন ১৬০ মোটরসাইকেলে থাকতে পারে প্রোজেকটেড হেডল্যাম্প। এছাড়াও থাকছে এলইডি ডিআরএল। এই মোটরসাইকেলের ডিজাইনের সঙ্গে এন২৫০ ডিজাইনের একাধিক সাদৃশ্য রয়েছে। দুই মোটরসাইকেলে একই বডি ডিজাইনের সঙ্গে একই রকমের সিট ডিজাইন চোখে পড়বে।

পালসার এন১৬০ মডেলে রয়েচে আন্ডারবেলি এক্সহস্ট। অর্থাৎ এই ক্ষেত্রে এন২৫০ থেকে অনেকটা আলাদা ডিজাইন থাকছে এই মোটরসাইকেলে। আগের থেকে অনেকটা আরামদায়ক রাইডিং আর্গোনমিক্স মিলবে নতুন এন১৬০ মডেল। পেছনের সিটের উচ্চতা সামনের সিটের থেকে কিছুটা বেশি। একাধিক নতুন রঙে এই মডেল বাজারে পাওয়া যাবে।

pulsar নতুন ডিজাইনের সঙ্গেই নতুন পালসারে ব্যবহার হতে পারে নতুন ইঞ্জিন।

নতুন ভার্সনে হাই টর্ক ইঞ্জিন ব্যবহার করেছে বাজাজ। সামনে ও পেছনে এন২৫০মডেলের সাসপেনশন ব্যবহার হতে পারে।

absবাইকটিতে কোনো কিক স্টার্টারও নেই। ইঞ্জিন চালু করার জন্য রয়েছে সেলফ স্টার্টার।

এজেড