images

অটোমোবাইল

মারুতি সুজুকি বাজার থেকে ১৭ হাজার গাড়ি ফিরিয়ে নিচ্ছে

অটোমোবাইল ডেস্ক

২০ জানুয়ারি ২০২৩, ০৩:০৩ পিএম

মারুতি সুজুকির গাড়িতে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি পাওয়া গেছে। ফলে বাজার থেকে ১৭ হাজার গাড়ি ফিরিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি। ৬টি মডেলের মারুতি গাড়ির এয়ারব্যাগে সমস্যা রয়েছে। যা গ্রাহকদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। তাই বাজার থেকে ১৭ হাজার ৩৬২টি গাড়ি তুলে নিচ্ছে প্রতিষ্ঠানটি। 

এয়ারব্যাগে সমস্যার কারণে বাজার থেকে তুলে নেওয়া গাড়ি গুলো হলো- মারুতি সুজুকি অল্টো কে ১০, এস-প্রেসো, ইকো, ব্রিজা, ব্যালেনিও এবং ভিটেরা। 

carএসব মডেলের ১৭ হাজার ৩৬২টি গাড়ি বাজার থেকে তুলে নিয়ে সমস্যা সমাধান করে ফিরিয়ে দেওয়া হবে। এজন্য গ্রাহকদের কোনো খরচ দিতে হবে না। 

২০২২ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ১২ জানুয়ারি মধ্যে এই গাড়িগুলো তৈরি করা হয়েছে। 

মারুতি সুজুকি মনে করছে, এসব গাড়ির এয়ারব্যাগে ত্রুটি রয়েছে। ফলে দুর্ঘটনার সময় এয়ারব্যাগ না খোলার সম্ভাবনা থেকে যাচ্ছে।

carমারুতির তরফ থেকে এই গ্রাহকদের এয়ারব্যাগ বদলে না দেওয়া পর্যন্ত গাড়ি না চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। মারুতি সার্ভিস সেন্টার থেকে এই সব গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করা হবে বলে কোম্পানির তরফে জানানো হয়েছে।

এজেড