images

অটোমোবাইল

গাড়ির সানরুফের কাজ কী?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৩ জানুয়ারি ২০২৩, ০৩:০৩ পিএম

এখনকার প্রায় সব বিলাসবহুল গাড়িতে সানরুফ থাকে। সানরুফ একটি গাড়ির সাধারণ ফিচারের থেকেও বেশি কিছু। ড্রাইভিংকে আনন্দদায়ক করে তুলতে এবং তরতাজা বাতাস ও রোদ অনুভব করতে হলে গাড়িতে সানরুফ থাকতেই হবে।

বিলাসবহুল যাত্রীবাহী গাড়ির প্রায় সব মডেলেই বর্তমানে সানরুফ অপশন রয়েছে। যেমন, মার্সিডিজ বেঞ্জের সমস্ত মডেলে এ-ক্লাস থেকে শুরু করে মেবাচ পর্যন্ত, ই-ক্যাব্রিওলেট এবং এএমজি জি ৬ ৩ ছাড়া সবেতেই সানরুফের অপশন রয়েছে। অডি এ৩ সেডানেও এই ফিচারটি রয়েছে। 

sunroofযেকোনও গাড়িতে সানরুফের ব্যবহার ভিন্ন মাত্রা যোগ করে। বিশেষ করে লং ড্রাইভের মতো দীর্ঘযাত্রায় গাড়িতে বায়ুচলাচল বা বাইরের সুন্দর দৃশ্য অনুধাবন করতে হলে সানরুফের ফিচার থাকা চাই-ই।

বিশেষ করে তরুণরা সানরুফ খুব পছন্দ করে। আর তাইতো রোলস রয়েস গোস্ট, ফেরারি এফএফ, প্যানমেরা, টয়োটা ল্যান্ড ক্রুসিয়ার ২০০ এবং প্যারোডা ও অন্যান্য প্রিমিয়াম অটোমোবাইলেও এখন তাই সানরুফের ব্যবহার চোখে পড়ার মতো।

sunগাড়ির সানরুফের উপকারিতা

সানরুফ থাকলে গাড়ির ভিতরে বেশি আলো-বাতাস পাওয়ার অপশন খুলে যায়।

আপনার গাড়ির সানরুফ জরুরি দরজা হিসাবে কাজ করতে পারে, যাতে আপনি কোনও অপ্রত্যাশিত দুর্ঘটনার ক্ষেত্রে গাড়ি থেকে বের হতে পারেন।

এজেড