images

অটোমোবাইল

টিভিএস মেট্রো প্লাস ১১০: আপডেট ভার্সনে এলো

অটোমোবাইল ডেস্ক

১৩ জানুয়ারি ২০২৩, ১২:১৬ পিএম

নতুন মডেলের মোটরসাইকেল আনল টিভিএস। এটি মেট্রো প্লাস ১১০ এর আপডেট ভার্সন। নতুন আপডেটে বেশ কিছু পরিবর্তন এসেছে বাইকটিতে। যা মডেরটিকে আগের মডেলের আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। 

টিভিএস এই মডেল বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে। এতে রয়েছে এলইডি হেডল্যাম্প, ইউএসবি চার্জিং পোর্ট ও ডুয়াল-টোন কালার। বাংলাদেশি মুদ্রায় এর দাম রাখা হয়েছে ১ লাখ ২৫ হাজার টাকা।

tvs টিভিএস মেট্রো প্লাস ১১০ মডেলের আপডেট ভার্সনে আছে ১০৯.৭ সিসির সিঙ্গেল সিলিন্ডার, ৪ স্ট্রোক, এয়ার-কুলড ইঞ্জিন। এই ইঞ্জিন ৭৫০০ আরপিএমে
৮.২৯ বিএইচপি শক্তি এবং ৫০০০ আরপিএমে ৮.৭ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। এতে ৫ স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে। 

টু-হুইলারটি পেছনে একটি ড্রাম ব্রেক এবং সামনে একটি ডিস্ক বা ড্রাম ব্রেক দেওয়া হয়েছে।

টিভিএস মোটর কোম্পানির ইন্টারন্যাশনাল বিজনেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল নায়েক বলেন, আমরা বাংলাদেশে নতুন টিভিএস মেট্রো প্লাস লঞ্চ করতে পেরে উৎসাহিত। এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাজার। গ্রাহক সন্তুষ্টির জন্য একটি নতুন বেঞ্চমার্ক সেট করবে।’

টিভিএস অটো বাংলাদেশের কর্মকর্তা জে. একরাম হোসেন বলেন, ‘টিভিএস মেট্রো প্লাস একটি জনপ্রিয় মোটরসাইকেল। এর ফিচার্সগুলো টিভিএস মোটরের পোর্টফোলিওকে আরও মজবুত করে। টিভিএস মোটর সংস্থার সঙ্গে ১৫ বছরের দীর্ঘ সহযোগিতায়, আমরা মোপেড, মোটরসাইকেল এবং স্কুটার বিভাগে বেশ কয়েকটি যানবাহন চালু করেছি। এই সব যানবাহন গ্রাহকদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে উঠেছে।’

tvsটিভিএস দাবি করছে, মেট্রো প্লাসের ১১০ সিসির আপডেট মডেলে ৮৬ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। এর আগের মডেলটিও বাংলাদেশে খুব জনপ্রিয় হয়েছিল। টিভিএস আগের মডেলের প্রায় ১.২ লাখ ইউনিট বিক্রি করেছে। নতুন আপডেট ছাড়াও এতে ডুয়াল-টোন কালার স্কিম দেওয়া হয়েছে।

এজেড