অটোমোবাইল ডেস্ক
০৪ জানুয়ারি ২০২৩, ০৯:৩৪ এএম
কম দামে ছোট আকারের গাড়ি এনে রীতিমতো হৈ-চৈ ফেলে দিয়েছিল ভারতের টাটা। ওই গাড়ি মধ্যবিত্তরা লুফে নিয়েছিল। কিন্তু বেশিদিন রাজত্ব করতে পারেনি ন্যানো। কেননা, এই গাড়িতে নানান ধরনের সমস্যা দেখা যায়। গাড়ির গুণগত মান নিয়েও প্রশ্ন ওঠে। ন্যানোর স্মৃতি ফেরাতে টাটা ছোট আকারের ইলেকট্রিক গাড়ির উদ্যোগ নিয়েছে।
কয়েকদিন আগে টাটার বহু আলোচিত ন্যানো গাড়িসহ রতন টাটার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। খবরের শিরোনামেও আসে সেটি। সেই ঘটনার কয়েকদিনের মধ্যেই এল নতুন খবর। টাটা টিয়াগোর পর, খুব কম দামে আরেকটি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করার পরিকল্পনা করছে এই রতন টাটার মালিকানাধীন প্রতিষ্ঠান।
যথারীতি তাও এসেছে খবরের শিরোনামে। টাটা ন্যানো ইভি লঞ্চের খবরে সোশ্যাল মিডিয়া প্লাবিত হয়েছে। তবে ন্যানো নিয়ে টাটা এখনও একটিও বিবৃতি জারি করেনি।
এই গুজব আরও একবার জ্বলে ওঠে যখন একটি আসন্ন টয়োটা গাড়ির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। নেটিজেনরা এই গাড়িটিকে টাটা ন্যানো এর নতুন অবতার হিসাবে পোস্ট করতে শুরু করে এবং এটি দ্রুত ভাইরাল হয়ে যায়।
এই গাড়িটি আসলে ছিল টয়োটা আয়গো। যা ১.০ পেট্রোল ইঞ্জিন সহ লঞ্চ হতে চলেছে। কিন্তু টাটা ন্যানোর সঙ্গে এর কোন সম্পর্ক নেই।
যে ন্যানো নিয়ে রতন টাটার ছবি ভাইরাল হয়েছে তা শুধুমাত্র একটি বৈদ্যুতিক গাড়ি। কিন্তু সেই টাটা কোম্পানি এটির ডিজাইন বা তৈরি করেনি। এই গাড়িটি একটি পুরানো ন্যানো যা কাস্টমাইজ করা হয়েছে এবং একটি বৈদ্যুতিক মোটর দিয়ে লাগানো হয়েছে এবং এই গাড়িটি একটি কোম্পানি টিম ইলেকট্রা ইভি ডিজাইন করেছে।
এই ন্যানোটিতে ৭২ ভোল্ট ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। গাড়িটি ন্যানোর প্রতিষ্ঠাতা রতন টাটাকে দেখানোর জন্য আনা হয়েছিল এবং এখান থেকে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
তবে এটা পুরোপুরি অস্বীকার করা যাবে না যে টাটা কোম্পানি ন্যানোর নতুন সংস্করণ নিয়ে কাজ করছে না। ২০২১ সালে, বিখ্যাত অটোমোবাইল ডিজাইনার প্রত্যুশ রাউত দ্বারা টাটাকে ন্যানোর একটি নতুন কনসেপ্ট লুক তৈরি করা হয়েছিল। তবে পরবর্তীতে এই ডিজাইনের কী হয়েছে এবং কোম্পানিটি এ নিয়ে কোনও কাজ করছে কিনা সে বিষয়ে কোনো তথ্য নেই।
এজেড