images

অটোমোবাইল

ম্যাকলারেন ৭৬৫ এলটি: বিশ্বের সবচেয়ে দামি গাড়ি

অটোমোবাইল ডেস্ক

১৫ ডিসেম্বর ২০২২, ১০:৫৮ এএম

বিশ্বের সবচেয়ে দামি গাড়ির তকমা এখন ম্যালকারেনের। ব্রিটিশ এই কোম্পানির নির্মিত ৭৬৫ এলটি স্পাইডার মডেল এখন দামি গাড়ির কাতারে। 

গাড়িটির দাম আকাশ ছোঁয়া। বাংলাদেশে মুদ্রায় ম্যাকলারেন ৭৬৫ এলটি মডেলের দাম ১৫ কোটিরও বেশি। 

car
 
ম্যাকলারেন ৭৬৫ এলটি একটি বিশেষ সংস্করণের গাড়ি। ম্যাকলারেন স্পাইডার নামে এই গাড়ি পরিচিতি পেয়েছে।

অটোমোবাইল বিশেষজ্ঞদের মতো, ম্যাকলারেনের এই মডেলটিই সবচেয়ে দামি।

car

এয়ারো ডায়নামিক ডিজাইন রয়েছে এই গাড়িটির। ম্যাকলারেনের এই মডেলটি কনভার্টিবল। উপরের অংশটি খুলতে সময় নেয় ১১ সেকেন্ড। ৪ লিটার টার্বোচার্জড ভি-এইট পেট্রোল ইঞ্জিন রয়েছে এই গাড়িটির। 

এই ইঞ্জিন ৭৫৬ পিএস পিক পাওয়ার এবং ৮০০ এনএম টর্ক উৎপাদন করতে পারে। 

car

পুরো গাড়িটির বডি তৈরি করা হয়েছে কার্বন ফাইবার দিয়ে। 

মাত্র ২.৭ সেকেন্ডে ঘণ্টায় ৬০ কিলোমিটারের গতি তুলতে পারে এই গাড়ি। ৭.২ সেকেন্ডে গতি উঠতে পারে ঘণ্টায় ১২৪ কিলোমিটার। 

car

ম্যাকলারেনের এই মডেলের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২০৫ কিলোমিটার। 

এজেড