images

অটোমোবাইল

এমজি আনছে মিনি ইলেকট্রিক কার

অটোমোবাইল ডেস্ক

০৮ ডিসেম্বর ২০২২, ০২:২৯ পিএম

বিট্রিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মরিস গ্যারেজ। এমজি মোটরস নামেই পরিচিতি পেয়েছে। এদের স্পোর্টস ইউটিলিটি ভেইকেল (এসইউভি) বেশ জনপ্রিয়। এবার এমজি আনছে ইলেকট্রিক গাড়ি। ছোট আকারে যা বাজারে আসবে।   

সম্প্রতি এমজি তাদের মিনি ইলেকট্রিক কারের পরীক্ষা সম্পন্ন করেছে। গাড়িটির মডেল এমজি এয়ার ইভি। হংগুয়াং মিনি ইভির সঙ্গে অনেকটাই মিল রয়েছে এই ইভির। 

mg carবিশেষভাবে ভারী যানবাহন ও জনাকীর্ণ রাস্তার জন্য ডিজাইন করা হয়েছে এমজির নতুন মিনি ইভি। 

বিদ্যুৎচালিত ছোট আকারের এই গাড়ি এখনো প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে। এতে দেওয়া হয়েছে এক্স আকৃতির এলইডি টেললাইট, সি আকৃতির এলইডি ডিআরএল এবং এলইডি হেডল্যাম্প ও বাম্পারগুলো বুলেট আকৃতির। গাড়িটির অভ্যন্তরীণ অংশগুলোও একই ডিজাইনে সাজানো হয়েছে। 

mg carএমজির ব্যাটারিচালিত এই মিনি কারটি ২০২১ সালের সাংহাই মোটর শো চলাকালীন প্রদর্শিত হয়েছিল।

বিগত কয়েক বছরে ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তা অনেকটা বেড়েছে। তুলনামূলক বেশি দামে একাধিক ইলেকট্রিক গাড়ি এলেও তা বেশিরভাগ মধ্যবিত্তের সাধ্যের বাইরে। আশা করা যাচ্ছে, এমজির নতুন ইলেকট্রিক গাড়ি সব শ্রেণির গ্রাহকদের মন জয় করবে।

এজেড