images

অটোমোবাইল

এলএমএলের ইলেকট্রিক স্কুটারে ড্যাশ ক্যামেরা

অটোমোবাইল ডেস্ক

০৩ ডিসেম্বর ২০২২, ০৯:৩০ এএম

লোহিয়া মেশিনারি লিমিটেড যা এলএমএমল নামেই সুপরিচিত। প্রতিষ্ঠানটি স্কুটার ও বাইক তৈরি করে সুনাম কুড়িয়েছে। কিছুদিন বাজার থেকে দূরে ছিল প্রতিষ্ঠানটি। এবার সগৌরবে ফিরল। সঙ্গে নিয়ে ইলেকট্রিক স্কুটার। সম্প্রতি ভারতের বাজারে এসেছে প্রতিষ্ঠানটির নয়া ইলেকট্রিক স্কুটার। মডেল এলএমএল স্টার। 

lml

এক সময়ের কিংবদন্তি এলএমএল  ইলেকট্রিক স্কুটার নিয়ে হারানো বাজার দখল করতে চায়। সেজন্য ভারতজুড়ে ১০০ বিক্রয় কেন্দ্র চালুর ঘোষণা দিয়েছে।  

এলএমএল-এর নতুন স্টার স্কুটারটি নির্ঝঞ্ঝাট রাইডিংয়ের অভিজ্ঞতা দেবে। এলইডি লাইট এবং ৩৬০ ডিগ্রি ক্যামেরা রয়েছে ব্যাটারিচালিত এই বাহনে। 

lmlএতে স্পোর্টি ডিজাইন, অ্যাডজাস্টেবল সিট পজিশন, ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল ডিসপ্লে এবং একটি ফটো সেন্সিটিভ হেডল্যাম্প রয়েছে। 

এজেড