images

অটোমোবাইল

বাজাজ সিটি ১০০: ১ লিটারে ৭০ কিলোমিটার

অটোমোবাইল ডেস্ক

০১ নভেম্বর ২০২২, ১০:২২ এএম

জ্বালানি তেলের দাম বেড়েছে। তাই ক্রেতারা এখন জ্বালানি সাশ্রয়ী মোটরসাইকেল খুঁজছেন। দামে কম এবং মাইলেজে সেরা বাজাজ সিটি ১০০ মডেল। এই বাইক এক লিটার জ্বালানি খরচ করে ৭০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। 

শুরুতে বাজাজ সিটি ১০০ মডেলটি স্পোকের চাকায় পাওয়া যেত। তখন এতে কিক স্ট্যাটারও ছিল না। মডেলটির জনপ্রিয়তার কারণে স্পোকের চাকার বদলে যোগ হয়েছে অ্যালয় রিম। দেওয়া হয়েছে সেলফ স্ট্যার্টার। 

bajajদুর্দান্ত মাইলেজ প্রদানকারী বাইকগুলোর কথা যদি বলতেই হয়, তাহলে অবশ্যই বাজাজ সিটি ১০০ মডেলটি সবার আগে থাকবে। 

অক্টোবরে বাজাজ সিটি ১০০ মডেলটির সর্বশেষ সংস্করণ এনেছে। নাম দেওয়া হয়েছে বাজাজ সিটি ১০০ কেএস। 

গ্লোস ইবনি ব্ল্যাকের সঙ্গে নীলের ছোঁয়া, ম্যাট অলিভ গ্রিনের সঙ্গে হলুদ এবং গ্লোস  ফ্লেম রেড এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে নতুন ভার্সন। এতে আটটি নতুন ফিচার যোগ হয়েছে। 

bajajনতুন এই বাইকের সামনের সাসপেনশন আরও আরামদায়ক এবং উন্নত করা হয়েছে। ফুয়েল মিটারে এমন প্রযুক্তি ব্যবহার হয়েছে যা বাইকে ঠিক কতটা পরিমান জ্বালানি রয়েছে তার সঠিক মাপ দেখাবে। হ্যান্ডলবারে ব্যবহার করা হয়েছে ক্রস টিউব, যা আরও বেশি স্টেবিলিটি দেবে। আরও আরামদায়ক সিট থাকছে নতুন মডেলে। এছাড়াও আরও বেশ কিছু ফিচার যোগ হয়েছে বাইকটিতে।

বাইকটিতে রয়েছে ১১৫ সিসির ইঞ্জিন।

এজেড