images

অটোমোবাইল

ক্লাচ প্লেটে সমস্যা: বাজার থেকে ফেরানো হচ্ছে মাহিন্দ্রা গাড়ি

অটোমোবাইল ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৬ এএম

ক্লাচ প্লেটে সমস্যার কারণে মাহিন্দ্রা বাজার থেকে এসইউভি৩০০ মডেলের গাড়ি ফিরিয়ে নিচ্ছে। এসব গাড়ি মেরামত করে আবার মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। 

এসইউভি ৩০০ মডেলের পেট্রোল ও ডিজেলচালিত গাড়িগুলোর ক্লাচ প্লেটে সমস্যা দেখা গিয়েছে। 

carমাহিন্দ্রা জানিয়েছে, পেট্রোল ও ডিজেল ভ্যারিয়েন্টের এসইউভি ৩০০ মডেলের গাড়িগুলোকে ফিরিয়ে নিয়ে ক্লাচের সমস্যাগুলো ঠিক করে ফের তাদের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। এছাড়াও গাড়িগুলির এয়ার কন্ডিশনিং সিস্টেমের কিছু সমস্যাও এই সুযোগে সারিয়ে ফেলা হবে।

এয়ার কন্ডিশনার সিস্টেমের মধ্যে কোনও লিকেজ রয়েছে কিনা তাও দেখা হবে। যদি, কোনও গাড়িতে এই ধরনের লিকেজ পাওয়া যায়, সেক্ষেত্রে এই পার্টগুলো সঙ্গে সঙ্গে বদলে ফেলা হবে।

এই গাড়িতে রয়েছে একটি তিন সিলিন্ডার বিশিষ্ট ১.২ লিটারের টার্বো পেট্রল ইঞ্জিন।

এজেড