images

অটোমোবাইল

কাওয়াসাকি আনল ক্ল্যাসিক ডিজাইনের বাইক 

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০২২, ০১:০৪ পিএম

জাপানের বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান কাওয়াসাকি নতুন বাইক এনেছে। ডব্লিউ১৭৫ মডেলের এই বাহন রেট্রো লুকে এসেছে। 
সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যেই রয়েছে এই বাইকটি।

নতুন এই মোটরসাইকেলে দেওয়া হয়েছে ১৭৭ সিসির ইঞ্জিন। এতে এয়ারকুলড ইঞ্জিন ব্যবহৃত হয়েছে। এই ইঞ্জিন ১৩ হর্স পাওয়ার এবং ১৩.২ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। এই বাইকে থাকছে পাঁচ স্পিডের ম্যানুয়াল গিয়ার বক্স।

BIKEভারতের রাস্তায় টেস্টিংয়ের সময় বেশ কয়েকবার নজরে আসে এই বাইকটি। এই বাইকের সামনের দিকে আপনি পাবেন টেলিস্কোপিক ফর্ক ও পিছনে পাবেন টুইন শক অ্যাবজরভার। তবে নতুন এই বাইকে আপনি অ্যালয় হুইলের সুবিধে পাবেন না। এই বাইকে আপনি পাবেন ১৭ ইঞ্চির স্পোক হুইল।

তবে, বাইকের হেডল্যাম্পটি এলইডি। নতুন এই বাইকটির ওজন থাকছে প্রায় ১৭৭ কেজি। মোট দুটি কালার অপশনে এই বাইকটি পেয়ে যাবেন আপনি। বাইকটিতে রয়েছে ৭৯০ মিলিমিটারের সিট হাইট ও ১৬৫ মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স।

bike

ডিজাইনের দিক থেকে নতুন এই বাইকটি অনেকটা কাওয়াসাকির পুরনো ডব্লিউ ৮০০ এর মতো। এই বাইকে থাকছে গোলাকার হেডল্যাম্প ও মিরর।

এজেড