images

অটোমোবাইল

হোন্ডা সিবি হর্নেটের দাম কমলো

অটোমোবাইল ডেস্ক

০৩ আগস্ট ২০২২, ০১:১৮ পিএম

সিবি হর্নেটের দাম কমিয়েছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত হ্রাসকৃতমূল্যে এই বাইকটি কেনা যাবে। 

হোন্ডার অফারে সিবি হর্নেটের দাম ২০০০ টাকা কমে এখন কেনা যাবে ২ লাখ ১ হাজার ৯০০ টাকায়।  অফারটি সীমিত সময়ের জন্য। 

honda
 
সিবি হর্নেটে আছে শক্তিশালী ইঞ্জিন , রিফ্রেশেড স্টাইল এবং অ্যাডভান্স ফিচার্স। অফার ও বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করে ওয়েবসাইট ভিজিট করুন। 

হোন্ডা সিবি হর্নেট ১৬০আর সিবিএস একটি ন্যাকেড স্পোর্টস বাইক।

এই বাইকটিতে  রয়েছে ১৬২.৭১ সিসির ডিসপ্লেসমেন্টের এয়ার কুলড, ৪ স্ট্রোক ইঞ্জিন। অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন মাত্র ১৭ সেকেন্ডে ঘন্টায় ০-১০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে পারে। 

honda

এই ন্যাকেড স্পোর্টস বাইকটি ঘন্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিতে ছুটে চলে। ট্রান্সমিশন সিস্টেমে রয়েছে ৫ স্পিড গিয়ার বক্স।

হোন্ডা সিবি হর্নেট ১৬০আর সিবিএস প্রতি লিটার জ্বালানিতে ৫০ কিলোমিটার পথ চলতে পারে। রাইডিং স্বাচ্ছন্দময় করতে ৩ স্টেপ   অ্যাডজাস্টেবল সাসপেনশনের সঙ্গে সামনে টেলিস্কোপিক ফর্ক দিয়েছে হোন্ডা।

honda

ব্রেকিংয়ে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম (সিবিএস) রাইডিংয়ে  নিরাপত্তা বাড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পথ চলতে সহায়তা করে। অ্যালয় চাকার সঙ্গে টিউবলেস টায়ার এর ওজন কমিয়েছে। এর রেডিয়াল টিউবলেস টায়ার ব্রেকিং পারফরমন্স উন্নত করতে বড় ভূমিকা রাখে। 

সবদিক থেকে দারুণ পারফরমেন্সের সঙ্গে বনেদি হোন্ডা ব্র্যান্ডের বাইক হওয়ায় এর চাহিদা ব্যাপক।

এজেড