images

অটোমোবাইল

সড়ক কাঁপাতে নতুন বুলেট আনছে রয়েল এনফিল্ড

অটোমোবাইল ডেস্ক

৩১ জুলাই ২০২২, ১২:২৫ পিএম

সড়ক কাঁপাতে নতুন মোটরসাইকেল নিয়ে হাজির হচ্ছে রয়েল এনফিল্ড। শিগগিরই আসছে নতুন বুলেট ৩৫০ মডেল।

রয়েল এনফিল্ডের এন্ট্রি লেভেলের বাইক এটি। সব কিছু ঠিক থাকলে আগস্টে এই বাইক বাজারে আসবে।  

আসন্ন রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ মডেল বাজারে ছাড়ার আগে ভারতের বিভিন্ন সড়কে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। 

bike

এই মডেলে বৃত্তাকার হেডল্যাম্পের সঙ্গেই বৃত্তাকার ক্লাসিক ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থাকতে চলেছে। হ্যান্ডেলবারেও থাকছে রেট্রো লুক।

বাইকটিতে থাকছে সিঙ্গেল পিস সিট। এই বাইকে সেন্ট্রাল ফুট পেগ লাগানো হয়েছে। আরামদায়ক খাড়া রাইডিংয়ের জন্য যা খুবই ভালো।

ক্লাসিক ৩৫০ ও মেটিওর ৩৫০ মডেলে যে সাসপেনশন ও ব্রেকিং সিস্টেম ব্যবহার হয়েছে তা নতুন বুলেট ৩৫০ মডেলেও ব্যবহৃত হবে। 

bikeকোম্পানির নতুন জে সিরিজ প্ল্যাটফর্মে ডিজাইন করা হবে নতুন বুলেট মডেলটিকে। এই বাইকে কম কম্পনের সঙ্গেই মিলবে দুর্দান্ত পারফর্মেন্স। 

নতুন এই বাইকে ৩৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন থাকতে পারে। মেটিওর ও ক্লাসিক মডেলেও একই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। 

এই ইঞ্জিনে সর্বোচ্চ ২০.২ বিএইচপি শক্তি ও ২৭ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। এতে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন দেওয়া হচ্ছে।

bikeআপকামিং মডেলের সামনে থাকতে পারে টেলিস্কোপিক ফর্ক। এছাড়াও পিছনে টুইন শক অ্যাবজর্বার ব্যবহার হবে। এই বাইকের সামনে ডিস্ক ব্রেক ও পিছনে ড্রাম ব্রেক দিতে পারে রয়েল এনফিল্ড। সঙ্গে থাকতে পারে সিঙ্গেল চ্যানেল এবিএস। 

এছাড়াও এই বাইকের নতুন মডেলে ফের একবার স্পোকের চাকা ব্যবহার হতে পারে। ইন্সট্রুমেন্ট ক্লাস্টারেও কোন পরিবর্তন দেখা যায়নি। বর্তমান বুলেট ৩৫০ মডেলের মতোই নতুন মোটরসাইকেলেও থাকছে রেট্রো লুকের ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।

এজেড