অটোমোবাইল ডেস্ক
০১ জানুয়ারি ২০২৬, ০৬:০২ এএম
কাওয়াসাকি (Kawasaki) ভারতে তাদের জনপ্রিয় নিও-রেট্রো মোটরসাইকেল Z650RS-এর ২০২৬ মডেল লঞ্চ করেছে। ভারতের বাজারে এই বাইকটির এক্স-শোরুম মূল্য নির্ধারণ করা হয়েছে ৭.৮৩ লাখ রুপি। যান্ত্রিক দিক থেকে বড় কোনো পরিবর্তন না থাকলেও, নতুন মডেলটিকে E20-জ্বালানি উপযোগী করা হয়েছে। এর ফলে ইঞ্জিন এখন ইথানল-মিশ্রিত জ্বালানিতে চললেও টর্ক আউটপুটে (ঘূর্ণন বল) সামান্য পরিবর্তন এসেছে। নতুন মডেলে যুক্ত হয়েছে আকর্ষণীয় 'মেটালিক ব্লু ও গোল্ড' রঙের সমাহার, যা আগের কালো ও সোনালি রঙের জায়গা নিয়েছে। তবে গ্রাফিক্স ও আইকনিক সোনালি চাকাগুলো আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।
এই আপডেটটি কাওয়াসাকির ৬৫০ সিসি সিরিজের বাইকগুলোকে আধুনিক জ্বালানি ব্যবস্থার (E20) উপযোগী করার একটি অংশ। এর আগে নিনজা ৬৫০ (Ninja 650) এবং ভার্সিস ৬৫০ (Versys 650) মডেলে এই সুবিধা দেওয়া হয়েছিল, এবার সেই তালিকায় যুক্ত হলো Z650RS।
২০২৬ কাওয়াসাকি Z650RS: ইঞ্জিন ও প্রযুক্তিগত সক্ষমতা ২০২৬ কাওয়াসাকি Z650RS-এ রয়েছে পরিচিত ৬৪৯ সিসি লিকুইড-কুলড, ৪-স্ট্রোক প্যারালাল-টুইন ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৮,০০০ আরপিএম-এ ৫০.২ কিলোওয়াট (৬৮ পিএস) শক্তি এবং ৬,৭০০ আরপিএম-এ সর্বোচ্চ ৬৪ নিউটন-মিটার (Nm) টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনের সাথে রয়েছে ৬-স্পিড রিটার্ন গিয়ারবক্স এবং অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ। এর ফলে গিয়ার পরিবর্তন অনেক মসৃণ হয় এবং দীর্ঘ পথ চললেও চালক ক্লান্ত হন না।
নকশা ও আরামদায়ক বৈশিষ্ট্য ডিজাইনের ক্ষেত্রে Z650RS-এ ঐতিহ্যের সাথে আধুনিকতার দারুণ মেলবন্ধন ঘটানো হয়েছে। ১৯৭০-এর দশকের ধ্রুপদী (ক্লাসিক) মোটরসাইকেল থেকে অনুপ্রাণিত হয়ে এর নকশা করা হয়েছে। এতে রয়েছে ১২ লিটারের সরু তেলের ট্যাঙ্ক এবং ফ্ল্যাট স্পোক ডিজাইনের কাস্ট হুইল, যা দেখতে অনেকটা পুরনো দিনের তারের স্পোকওয়ালা চাকার মতো। বাইকটির সব বাতিই আধুনিক প্রযুক্তির এলইডি (LED)। গোলাকার হেডল্যাম্পে রয়েছে ডুয়াল-চেম্বার নকশা, যা দেখতে পুরনো দিনের বাল্বের মতো নস্টালজিক মনে হলেও অত্যন্ত উজ্জ্বল আলো প্রদান করে।

চালকের স্বাচ্ছন্দ্যের জন্য এতে রয়েছে ট্রেলিস ফ্রেম এবং ৮২০ মিমি উচ্চতার সিট, যা বেশিরভাগ চালকের জন্য মাটিতে পা রাখা সহজ করে তোলে। সরাসরি সোজা হয়ে বসে চালানোর (Upright riding position) সুবিধা থাকায় শহরের জ্যামেও এটি সহজে নিয়ন্ত্রণ করা যায়।
আধুনিক ইন্সট্রুমেন্ট প্যানেল ও নিরাপত্তা বাইকটির ড্যাশবোর্ডে পুরনো দিনের মতো অ্যানালগ স্পিডোমিটার এবং ট্যাকোমিটার রাখা হয়েছে, যার মাঝে রয়েছে একটি আধুনিক মাল্টি-ফাংশনাল এলসিডি পর্দা। এর ফলে ক্লাসিক সৌন্দর্য বজায় রেখেও প্রয়োজনীয় সব তথ্য দেখা যায়। বাড়তি নিরাপত্তার জন্য এতে যুক্ত করা হয়েছে কাওয়াসাকি ট্র্যাকশন কন্ট্রোল (KTRC)। এই প্রযুক্তি পিচ্ছিল বা কম গ্রিপযুক্ত রাস্তায় বাইককে স্থিতিশীল রাখতে সাহায্য করে। পরিস্থিতি অনুযায়ী চালক এখানে দুটি মোড পছন্দ করে নিতে পারেন।
আরও পড়ুন: রয়্যাল এনফিল্ডের নতুন চমক: আসছে ইলেকট্রিক স্ক্র্যাম্বলার ফ্লাইং ফ্লি
ডেলিভারি ও বাজার সম্ভাবনা ভারতে ২০২৬ কাওয়াসাকি Z650RS-এর সরবরাহ (ডেলিভারি) শুরু হবে আগামী ২০২৬ সালের জানুয়ারির মাঝামাঝি থেকে। রেট্রো লুক, আধুনিক প্রযুক্তি এবং নির্ভরযোগ্য পারফরম্যান্সের কারণে প্রিমিয়াম নিও-রেট্রো বাইকের বাজারে কাওয়াসাকি তাদের অবস্থান আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
এজেড