images

অটোমোবাইল

বাজারে এলো ২০২৬ কাওয়াসাকি নিনজা ১১০০এসএক্স

অটোমোবাইল ডেস্ক

২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ এএম

কাওয়াসাকি ইন্ডিয়া তাদের ২০২৬ মডেল বর্ষের (Model Year) আপডেটেড মোটরসাইকেলগুলো বাজারে আনা শুরু করেছে। নিনজা ৬৫০ এবং ভার্সিস ৬৫০-এর পর এবার এলো নিনজা ১১০০এসএক্স (2026 Kawasaki Ninja 1100SX)। স্পোর্টস-ট্যুরার ঘরানার এই বাইকটিতে যান্ত্রিক কোনো পরিবর্তন না আনলেও, যোগ করা হয়েছে আকর্ষণীয় নতুন রঙ। তবে সবচেয়ে স্বস্তির বিষয় হলো, বাইকটির দাম বাড়ানো হয়নি। ভারতে এর এক্স-শোরুম মূল্য রাখা হয়েছে ১৪.৪২ লাখ রুপি।

নতুন রঙ ও ডিজাইন

পুরোনো ‘ব্ল্যাক অ্যান্ড গ্রিন’ শেডের পাশাপাশি এবার যুক্ত হয়েছে রাজকীয় ‘ব্ল্যাক অ্যান্ড গোল্ড’ কালার স্কিম। এছাড়া আগের ‘মেটালিক কার্বন গ্রে’ রঙটিও বাজারে পাওয়া যাবে। নতুন গোল্ডেন ছোঁয়া বাইকটিকে আগের চেয়ে অনেক বেশি প্রিমিয়াম ও সতেজ লুক দিয়েছে।

2026_Kawasaki_Versys_650_1766747433235_1766747438884

ইঞ্জিন ও পারফরম্যান্স

এই বাইকের মূল চালিকাশক্তি হলো শক্তিশালী ১,০৯৯ সিসি লিকুইড-কুলড ইনলাইন ফোর-সিলিন্ডার ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ১৩৬ এইচপি শক্তি এবং ১১৩ এনএম টর্ক পাওয়া যায়। ইঞ্জিনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি মাঝারিপাল্লার গতিতে (Mid-range) দারুণ শক্তি জোগাতে পারে, যা দীর্ঘ পথ ভ্রমণের জন্য অত্যন্ত কার্যকর। এছাড়া ইঞ্জিনটি ই২০ (E20) জ্বালানি মানসম্পন্ন।

বাইকটির যান্ত্রিক কাঠামো:

ফ্রেম: উন্নত অ্যালুমিনিয়াম ফ্রেম।

সাসপেনশন: সামনে ও পেছনে সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য (Fully Adjustable) শোয়া (Showa) সাসপেনশন।

ব্রেকিং: ডুয়েল-চ্যানেল এবিএস (ABS) সহ টোকিকো ক্যালিপার।

ইলেকট্রনিক্স ও আধুনিক ফিচার

২০২৬ মডেলে আগের সব অত্যাধুনিক প্রযুক্তি বজায় রাখা হয়েছে। এতে রয়েছে চারটি রাইডিং মোড— রেইন, রোড, স্পোর্ট এবং রাইডার (যা চালক নিজের পছন্দমতো সেট করতে পারবেন)। এই মোডগুলো মূলত ইঞ্জিনের শক্তি সরবরাহ এবং চাকার ঘর্ষণ নিয়ন্ত্রণ (Traction Control) করে।

kawaski_pic

অন্যান্য উল্লেখযোগ্য ফিচার:

টিএফটি ডিসপ্লে: স্মার্টফোন কানেক্টিভিটিসহ ৪.৩ ইঞ্চি রঙিন ডিসপ্লে (রাইডোলজি অ্যাপের মাধ্যমে যুক্ত হওয়া যায়)।

আইএমইউ প্রযুক্তি: সিক্স-অ্যাক্সিস আইএমইউ (IMU), যা কর্নারিং এবিএস এবং ট্র্যাকশন কন্ট্রোলকে আরও নিখুঁত করে।

কুইকশিফটার: ক্লাচ ছাড়াই গিয়ার পরিবর্তনের জন্য বাই-ডিরেকশনাল কুইকশিফটার।

আরও পড়ুন: ২০২৬ কাওয়াসাকি নিনজা ৬৫০ বাজারে এলো, জানুন নতুন ফিচার ও দাম

যারা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পাশাপাশি স্পোর্টি গতি ও নিয়ন্ত্রণ পছন্দ করেন, তাদের জন্য কাওয়াসাকি নিনজা ১১০০এসএক্স একটি সেরা পছন্দ হতে পারে। বিশেষ করে এর নতুন কালার কম্বিনেশন রাইডারদের নজর কাড়বে।

এজেড