অটোমোবাইল ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ এএম
প্রায় ছয় বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের বাজারে আবারও দাপুটে প্রত্যাবর্তন করতে যাচ্ছে রেনল্ট ডাস্টার (Renault Duster)। আগামী ২৬ জানুয়ারিআনুষ্ঠানিকভাবে এই এসইউভি-র (SUV) নতুন প্রজন্মের মডেলটি উন্মোচন করা হবে। সম্প্রতি একটি নস্টালজিক টিজার রিলিজ করার মাধ্যমে রেনল্ট ইন্ডিয়া এই রোমাঞ্চকর খবরটি নিশ্চিত করেছে।
টিজারে নতুন ডাস্টারের ঝলক
রেনল্ট প্রকাশিত টিজার ভিডিওতে প্রথমেই পুরোনো ডাস্টারের গৌরবময় যাত্রা তুলে ধরা হয়েছে, যা একসময় ভারতে কমপ্যাক্ট এসইউভি সেগমেন্টে বিপ্লব ঘটিয়েছিল। ভিডিওর শেষ অংশে কভার দেওয়া অবস্থায় নতুন মডেলের প্রথম লুক দেখা গেছে। গ্লোবাল বা আন্তর্জাতিক মডেলের তুলনায় ভারতীয় ডাস্টারে বেশ কিছু বিশেষ পরিবর্তন লক্ষ্য করা গেছে:
সামনের অংশ: এতে রয়েছে ভারী ও আকর্ষণীয় বোনেট, খাড়া বা আপরাইট ফেসিয়া এবং ভ্রু আকৃতির (Eyebrow-shaped) এলইড ডিআরএল (LED DRL), যা টার্ন ইন্ডিকেটর হিসেবেও কাজ করবে।
পেছনের অংশ: আন্তর্জাতিক মডেলের 'Y' আকৃতির লাইটের পরিবর্তে ভারতীয় মডেলে থাকছে আধুনিক 'ফুল-উইথ কানেক্টেড' এলইড লাইটবার, যা মাঝখানে রেনল্ট লোগোর সাথে মিশে গেছে।
কাঠামো: গাড়িটি তৈরি হয়েছে অত্যাধুনিক 'CMF-B' প্ল্যাটফর্মের ওপর, যা অনেক বেশি নিরাপদ এবং হাইব্রিড প্রযুক্তির জন্য উপযুক্ত।

সম্ভাব্য ফিচার ও পারফরম্যান্স
নতুন ডাস্টারে আধুনিকতার পাশাপাশি অফ-রোড সক্ষমতার ওপর জোর দেওয়া হয়েছে। এতে থাকতে পারে:
ইঞ্জিন: শক্তিশালী ১.৩ লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন।
ট্রান্সমিশন: ম্যানুয়াল এবং অটোমেটিক—উভয় গিয়ারবক্সের সুবিধা।
অফ-রোড ক্ষমতা: অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য এতে ৪x৪ (AWD) অপশন থাকার সম্ভাবনা প্রবল।
প্রযুক্তি: এডিএএস (ADAS), ৬টি এয়ারব্যাগ, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং একটি বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম।
বাজারে প্রতিযোগিতা
রেনল্ট ডাস্টার ফিরছে এমন এক সময়ে যখন কমপ্যাক্ট এসইউভি সেগমেন্টে হুন্দাই ক্রেটা, কিয়া সেলটোস, মারুতি গ্র্যান্ড ভিতারা, টাটা সিয়েরা এবং ভক্সওয়াগেন টাইগুনের মতো শক্তিশালী প্রতিযোগী বিদ্যমান। তবে ডাস্টারের নিজস্ব 'রগড' বা শক্তপোক্ত চরিত্র এবং নির্ভরযোগ্যতা তাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ভারতে নতুন কিয়া সেলটসের উৎপাদন শুরু, ২০২৬ সালে বিক্রি
উল্লেখ্য যে, ২০২০ সালের শুরুতে পুরোনো ডাস্টার বন্ধ হয়ে যাওয়ার পর থেকে ভক্তরা এই গাড়িটির নতুন রূপের অপেক্ষায় ছিলেন। ২৬ জানুয়ারি সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
এজেড