images

অটোমোবাইল

হোন্ডা এলিভেট, সিটি ও অ্যামেজ মডেলের গাড়ি দাম বাড়ছে

অটোমোবাইল ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ এএম

হোন্ডা কারস ইন্ডিয়া তাদের সবকটি মডেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন এই মূল্য তালিকা ২০২৬ সালের ২৬ জানুয়ারি থেকে কার্যকর হবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কাঁচামাল এবং উৎপাদন ও পরিচালনা ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে গত কয়েক মাস ধরে তারা অতিরিক্ত খরচের বোঝা নিজেরাই বহন করেছে। তবে বর্তমান পরিস্থিতিতে বাজারের সঙ্গে তাল মিলিয়ে দাম সমন্বয় করা জরুরি হয়ে পড়েছে। যদিও ঠিক কতটা দাম বাড়বে, তার সঠিক পরিমাণ এখনো প্রকাশ করা হয়নি। বর্তমানে এই সংস্থার সবচেয়ে সাশ্রয়ী মডেল হিসেবে পরিচিত হোন্ডা অ্যামেজ।

মূল্য বৃদ্ধির কারণ ও বর্তমান বাজার পরিস্থিতি

নতুন বছরের শুরুতে অনেক গাড়ি নির্মাতাই উৎপাদন খরচ বৃদ্ধির দোহাই দিয়ে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। হোন্ডার ক্ষেত্রেও এই দাম পরিবর্তন ছাড়া অন্য কোনো কারিগরি পরিবর্তন আসবে না। তবে ক্রেতাদের জন্য একটি সুখবর হলো, এই ঘোষণার পর ডিলারশিপগুলো ২০২৫ সালের অবিক্রিত স্টকের ওপর নির্দিষ্ট পরিমাণ ছাড় দিতে পারে। তাই যারা নতুন হোন্ডা গাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এখনই সেরা সময় হতে পারে।

হোন্ডা অ্যামেজ: সবচেয়ে সাশ্রয়ী মডেল

হোন্ডার সবচেয়ে জনপ্রিয় ও সাশ্রয়ী মডেল হলো হোন্ডা অ্যামেজ। বর্তমানে এর বাজারমূল্য শুরু হয় ৭.৪১ লক্ষ রুপি থেকে এবং সর্বোচ্চ সংস্করণটির দাম ১০ লক্ষ রুপি (এক্স-শোরুম)। এই গাড়িতে রয়েছে ১.২ লিটারের চার সিলিন্ডার বিশিষ্ট পেট্রোল ইঞ্জিন, যা ৮৯ বিএইচপি ক্ষমতা এবং ১১০ এনএম টর্ক উৎপন্ন করে। এর সঙ্গে ৫-স্পিড ম্যানুয়াল অথবা সিভিটি অটোমেটিক গিয়ারবক্স ব্যবহারের সুযোগ রয়েছে।

honda_pc

হোন্ডা সিটি ও এলিভেট

হোন্ডা সিটি এই ব্র্যান্ডের অন্যতম জনপ্রিয় সেডান গাড়ি, যার দাম শুরু হয় ১১.৯৫ লক্ষ রুপি থেকে। এতে রয়েছে ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন, যা ১১৯ বিএইচপি ক্ষমতা ও ১৪৫ এনএম টর্ক দেয়। অন্যদিকে, ভারতের বাজারে হোন্ডার সর্বশেষ এসইউভি হলো এলিভেট। এর দাম ১১ লক্ষ থেকে ১৬.৬৭ লক্ষ রুপির মধ্যে। এলিভেটেও হোন্ডা সিটির মতো একই ইঞ্জিন ও গিয়ারবক্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: ভারতে নতুন কিয়া সেলটসের উৎপাদন শুরু, ২০২৬ সালে বিক্রি

প্রিমিয়াম ও পরিবেশবান্ধব সিটি হাইব্রিড

হোন্ডার গাড়িগুলোর মধ্যে তালিকার শীর্ষে রয়েছে সিটি হাইব্রিড। ভারতের বাজারে এটি হোন্ডার সবচেয়ে উন্নত এবং জ্বালানি সাশ্রয়ী গাড়ি। বর্তমানে এর এক্স-শোরুম দাম ১৯.৪৮ লক্ষ রুপি। নতুন বছরের শুরুতে এই দাম বৃদ্ধি গ্রাহকদের জন্য কিছুটা চ্যালেঞ্জ তৈরি করলেও, ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে সীমিত সময়ের ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। যারা হোন্ডার গাড়ি কিনতে আগ্রহী, তাদের জন্য দ্রুত শোরুমে যোগাযোগ করা লাভজনক হতে পারে।

এজেড