images

অটোমোবাইল

ভারতে নতুন কিয়া সেলটসের উৎপাদন শুরু, ২০২৬ সালে বিক্রি

অটোমোবাইল ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ এএম

কিয়া ইন্ডিয়া অন্ধ্রপ্রদেশের অনন্তপুর কারখানায় সম্পূর্ণ নতুন কিয়া সেলটসের উৎপাদন শুরু করেছে। এই মাইলফলক ভারতের বাজারে কোম্পানির অবস্থান আরও শক্তিশালী করবে এবং গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সাহায্য করবে। নতুন প্রজন্মের এই সেলটসের দাম ঘোষণা করা হবে ২০২৬ সালের ২ জানুয়ারি। ২০১৯ সালে অনন্তপুর কারখানায় যাত্রা শুরুর পর থেকেই সেলটস কিয়ার ভারতীয় ব্যবসার মূল ভিত্তি হয়ে উঠেছে। নতুন মডেলটি আগের সাফল্যের ধারা বজায় রেখে আরও উন্নত সংস্করণে বাজারে আসছে।

বিশাল আকৃতি ও আধুনিক নকশা

নতুন কিয়া সেলটস দৈর্ঘ্যে ৪,৪৬০ মিমি, প্রস্থে ১,৮৩০ মিমি এবং এর হুইলবেস ২,৬৯০ মিমি। এই বাড়তি আয়তনের ফলে গাড়ির ভেতর যেমন বেশি জায়গা পাওয়া যাবে, তেমনি এটি ভ্রমণে অধিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। কিয়ার নিজস্ব 'অপোজিট ইউনাইটেড' নকশা পদ্ধতি থেকে অনুপ্রাণিত হয়ে এর অবয়ব তৈরি করা হয়েছে। এতে রয়েছে আধুনিক ডিজিটাল টাইগার ফেস, বিশেষ স্বাগত জানানোর সুবিধাযুক্ত এলইডি প্রজেকশন হেডল্যাম্প, নতুন ধাঁচের অ্যালয় হুইল এবং শক্তিশালী শারীরিক গঠন। এই সবকিছু মিলে রাস্তায় গাড়িটিকে আরও আকর্ষণীয় ও রাজকীয় করে তুলেছে।

2026-Kia-Seltos

কর্তৃপক্ষের প্রত্যাশা ও উৎপাদন প্রস্তুতি

কিয়া ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোয়াঙ্গু লি জানিয়েছেন, নতুন কিয়া সেলটসের উৎপাদন শুরু হওয়া কোম্পানির জন্য একটি গর্বের বিষয়। তিনি বলেন, সেলটস মধ্যম সারির এসইউভি বাজারে ইতিমধ্যে একটি মানদণ্ড তৈরি করেছে। ভারতীয় গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে নতুন প্রজন্মকে আরও বড়, সাহসী এবং আধুনিক করা হয়েছে। কারখানায় উৎপাদন পুরোদমে শুরু হওয়ায় গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা না করিয়েই দ্রুত গাড়ি সরবরাহ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: এই ইলেকট্রিক গাড়ি বিক্রির রেকর্ড গড়ল

বৈচিত্র্যময় ইঞ্জিন ও গিয়ার অপশন

নতুন সেলটসে তিনটি ভিন্ন ধরনের ইঞ্জিনের সুবিধা রাখা হয়েছে। প্রথমটি ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন যা ১১৫ পিএস ক্ষমতা সম্পন্ন। দ্বিতীয়টি আরও শক্তিশালী ১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন যা ১৬০ পিএস ক্ষমতা উৎপাদন করতে পারে। এ ছাড়া যারা ডিজেল চালিত গাড়ি পছন্দ করেন, তাদের জন্য রয়েছে ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিনগুলোর সঙ্গে গ্রাহকরা তাদের পছন্দমতো ম্যানুয়াল, আইএমটি, আইভিটি, ডিসিটি এবং অটোমেটিক—এই পাঁচ ধরনের গিয়ারবক্স বা ট্রান্সমিশন ব্যবস্থার মধ্য থেকে বেছে নিতে পারবেন।

153342625

বিভিন্ন সংস্করণ ও ব্যক্তিগত পছন্দের সুযোগ

গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে গাড়িটিকে চারটি প্রধান ভাগে (ট্রিম) ভাগ করা হয়েছে: এইচটিই, এইচটিকে, এইচটিএক্স এবং জিটিএক্স। এছাড়া প্রিমিয়াম অভিজ্ঞতার জন্য জিটিএক্স সংস্করণে থাকছে বিশেষ এক্স-লাইন স্টাইলিং প্যাক। আধুনিক নিরাপত্তা ব্যবস্থা বা এডিএএস (ADAS) এবং বিভিন্ন উন্নত প্যাকেজের মাধ্যমে গ্রাহকরা নিজের পছন্দমতো গাড়িটিকে সাজিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বড় আকার, আধুনিক নকশা এবং শক্তিশালী ইঞ্জিনের সমন্বয়ে নতুন কিয়া সেলটস বাজারে আবার নতুন চমক দেখাবে বলে ধারণা করা হচ্ছে।

এজেড