অটোমোবাইল ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ পিএম
কেটিএম (KTM) ভারতে তাদের ১৬০ ডিউক রেঞ্জে নতুন একটি ভ্যারিয়েন্ট উন্মোচন করেছে। নতুন মডেলটির নাম KTM 160 Duke। এই ভ্যারিয়েন্টে যুক্ত করা হয়েছে ৫ ইঞ্চির ফুল-কালার টিএফটি ডিসপ্লে। বাইকটির দাম নির্ধারণ করা হয়েছে ১.৭৯ লাখ রুপি (এক্স-শোরুম, দিল্লি)।
স্ট্যান্ডার্ড ১৬০ ডিউক, যেখানে এলসিডি ডিসপ্লে রয়েছে, তার তুলনায় এই নতুন ভ্যারিয়েন্টটির দাম প্রায় ৯০০০ রুপি বেশি।

জেন-৩ ৩৯০ ডিউক থেকে নেওয়া টিএফটি কনসোল
নতুন টিএফটি ইন্সট্রুমেন্ট কনসোলটি নেওয়া হয়েছে জেন-৩ KTM 390 Duke থেকে। বন্ডেড গ্লাস ডিসপ্লের সঙ্গে রয়েছে আপডেটেড সুইচগিয়ার এবং ৪-দিকনির্দেশক মেনু সিলেক্টর, যার মাধ্যমে রাইডার খুব সহজেই বিভিন্ন ফিচার ব্যবহার করতে পারবেন।
KTM My Ride অ্যাপের সঙ্গে সংযুক্ত করলে পাওয়া যাবে ব্লুটুথ কানেক্টিভিটি ও নেভিগেশন সুবিধা।
ডিসপ্লেতে ইনকামিং কলের অ্যালার্ট দেখা যাবে এবং হ্যান্ডেলবারে থাকা সুইচ ব্যবহার করে কল গ্রহণ বা বাতিল করা যাবে। ব্লুটুথ হেলমেট হেডসেট ব্যবহার করলে মিউজিক প্লেব্যাক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং ট্র্যাক সংক্রান্ত তথ্য সরাসরি স্ক্রিনে দেখা যাবে।
উন্নত রাইডিং ফিচার
এই টিএফটি ডিসপ্লের মাধ্যমে সুপারমোটো এবিএস মোড ব্যবহার করা যাবে, যেখানে নির্দিষ্ট পরিস্থিতিতে রিয়ার এবিএস নিষ্ক্রিয় করা সম্ভব। রাইডার নিজের প্রয়োজন অনুযায়ী শিফট আরপিএম ও লিমিট আরপিএম সেট করতে পারবেন। নির্ধারিত সীমায় পৌঁছালে স্ক্রিন স্বয়ংক্রিয়ভাবে ডার্ক ও কমলা থিমে পরিবর্তিত হবে।

এছাড়াও ডিসপ্লের লেআউট ও শর্টকাট অপশন নিজের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করা যাবে।
কারিগরি দিক থেকে অপরিবর্তিত
নতুন ভ্যারিয়েন্ট হলেও KTM 160 Duke কারিগরি দিক থেকে অপরিবর্তিত রয়েছে। এতে আগের মতোই ব্যবহৃত হয়েছে ১৬৪ সিসি লিকুইড-কুলড সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ ১৮.৭৩ বিএইচপি শক্তি এবং ১৫.৫ এনএম টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটির সঙ্গে রয়েছে ৬-গতির গিয়ারবক্স।
আরও পড়ুন: ভারতে কেটিএম প্রথমবারের মতো অ্যাডভেঞ্চার র্যালির আয়োজন করেছে
নতুন টিএফটি ডিসপ্লে যুক্ত হওয়ায় KTM 160 Duke এখন আরও প্রিমিয়াম ও ফিচারসমৃদ্ধ হয়ে উঠেছে। মাত্র ৯,০০০ রুপি অতিরিক্ত খরচে এমন আধুনিক ডিসপ্লে ও কানেক্টিভিটি সুবিধা পাওয়া নিঃসন্দেহে আকর্ষণীয়। যারা এন্ট্রি-লেভেল স্ট্রিট নেকেড বাইকে আধুনিক কনসোল ও স্মার্ট ফিচার চান, তাদের জন্য এটি বর্তমানে অন্যতম সেরা বিকল্প। আগ্রহীরা নিকটবর্তী শোরুমে গিয়ে দেখে নিতে পারেন।
এজেড