অটোমোবাইল ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫, ১০:০১ এএম
বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড কেটিএম ২০২৬ সালের শুরুতে ভারতে প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে কেটিএম অ্যাডভেঞ্চার র্যালি। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত চলবে এই পাঁচ দিনের অ্যাডভেঞ্চার রাইডিং ইভেন্ট। ভারতের পশ্চিম উপকূলের মনোরম রাজ্য গোয়া হবে এই র্যালির আয়োজক স্থান।
এই বিশেষ র্যালিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১২০ জনেরও বেশি অভিজ্ঞ রাইডার অংশ নেবেন। অফ-রোড ও দীর্ঘপথ রাইডিংয়ের মাধ্যমে এটি অংশগ্রহণকারীদের দেবে চ্যালেঞ্জিং ও বাস্তব অভিজ্ঞতা। কেটিএমের সবচেয়ে কঠিন ও অভিজ্ঞতাভিত্তিক রাইডার অংশগ্রহণমূলক আয়োজন হিসেবেই পরিচিত এই র্যালি।
আরও পড়ুন: ডুকাতি এক্সডায়াভেল ভি৪ মডেলের বাইক বাজারে আসার আগেই আলোচনায়
দক্ষতা উন্নয়নই মূল লক্ষ্য
কেটিএম অ্যাডভেঞ্চার র্যালিতে গুরুত্ব দেওয়া হবে চ্যালেঞ্জিং ভূপ্রকৃতি, দীর্ঘ দূরত্বে রাইডিং সক্ষমতা এবং রাইডিং দক্ষতা উন্নয়নের ওপর। বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত কেটিএম অ্যাডভেঞ্চার র্যালির আন্তর্জাতিক মানের ফরম্যাট অনুসরণ করেই ভারতের এই আয়োজন অনুষ্ঠিত হবে।

র্যালির নেতৃত্বে কিংবদন্তি ক্রিস বির্চ
এই র্যালির নেতৃত্ব দেবেন কেটিএম-এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিস বির্চ। তিনি আটবারের নিউজিল্যান্ড এন্ডুরো চ্যাম্পিয়ন এবং ডাকার র্যালির সফল ফিনিশার। অফ-রোড ও অ্যাডভেঞ্চার মোটরসাইক্লিং জগতে ক্রিস বির্চ অত্যন্ত সম্মানিত একটি নাম।
কেটিএম-এর ফ্ল্যাগশিপ অ্যাডভেঞ্চার মোটরসাইকেল, যেমন ৭৯০ অ্যাডভেঞ্চার, পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। র্যালির সময় ক্রিস বির্চ নিজে অংশগ্রহণকারীদের সঙ্গে রাইড করবেন এবং অফ-রোড কৌশল ও দীর্ঘপথ রাইডিং বিষয়ে সরাসরি প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেবেন।

ভারতে কেটিএম-এর রাইডিং সংস্কৃতি শক্তিশালী করার উদ্যোগ
কেটিএম অ্যাডভেঞ্চার র্যালির মাধ্যমে অস্ট্রিয়ান এই ব্র্যান্ড ভারতে তাদের রাইডিং সংস্কৃতি আরও সুদৃঢ় করতে চায়। দেশটির অ্যাডভেঞ্চার মোটরসাইকেল মালিকদের জন্য আন্তর্জাতিক মানের গভীর ও বাস্তব রাইডিং অভিজ্ঞতা দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।
কেটিএম-এর এই উদ্যোগ ভারতের অ্যাডভেঞ্চার রাইডিং কমিউনিটিতে নতুন উদ্দীপনা তৈরি করবে বলেই আশা করা হচ্ছে। গোয়ার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চ্যালেঞ্জিং রুট আর ক্রিস বির্চের মতো কিংবদন্তির সরাসরি গাইডেন্স—সব মিলিয়ে এটি হতে যাচ্ছে এক অনন্য মোটরসাইকেল রাইডিং ইভেন্ট।
অ্যাডভেঞ্চারপ্রেমী রাইডারদের জন্য এখনই প্রস্তুতির সময়।
এজেড