images

অটোমোবাইল

নতুন পালসার আনল বাজাজ, যুক্ত হলো ডুয়েল চ্যানেল এবিএস

অটোমোবাইল ডেস্ক

২১ ডিসেম্বর ২০২৫, ১০:১২ এএম

বাজাজ অটো তাদের জনপ্রিয় স্পোর্টস বাইক পালসার ২২০এফ–এর নতুন আপডেটেড সংস্করণ বাজারে এনেছে। ভারতে এই বাইকটির এক্স-শোরুম মূল্য (দিল্লি) নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৮ হাজার ৪৯০ রুপি। নতুন সংস্করণে যুক্ত হয়েছে ডুয়েল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস) এবং কিছু নতুন কসমেটিক পরিবর্তন। লঞ্চের আগেই ২০২৫ মডেলের এই বাইকটি দেশের বিভিন্ন শোরুমে পৌঁছাতে শুরু করেছিল।

ডুয়েল চ্যানেল এবিএস: বাড়তি নিরাপত্তা

২০২৫ সালের পালসার ২২০এফ-এ ডুয়েল চ্যানেল এবিএস যোগ হওয়ায় হার্ড ব্রেক করার সময় চাকা লক হয়ে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমবে। এর ফলে রাইডারের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

চারটি নতুন রঙে পাওয়া যাবে বাইক

নতুন মডেলে যুক্ত হয়েছে চারটি নতুন রঙের স্কিম, স্পোর্টি গ্রাফিক্সসহ—

ব্ল্যাক চেরি রেড

ব্ল্যাক ইঙ্ক ব্লু

ব্ল্যাক কপার বেজ

গ্রিন লাইট কপার

এর মধ্যে গ্রিন লাইট কপার রঙটি সবচেয়ে বেশি নজর কাড়ছে। পুরো গ্রিন ফিনিশের সঙ্গে কপার ও ডার্ক গ্রে গ্রাফিক্স বাইকটিকে অন্য তিনটি ব্ল্যাক-বেসড সাবটল শেডের তুলনায় অনেক বেশি আলাদা করে তুলেছে।

2025-2025-Bajaj-Pulsar-220F

দাম বাড়ল সামান্য

পুরোনো মডেলের তুলনায় নতুন পালসার ২২০এফ-এর দাম বেড়েছে মাত্র ১ হাজার ২২১ রুপি। ডুয়েল চ্যানেল এবিএসের মতো গুরুত্বপূর্ণ সেফটি ফিচার এবং নতুন স্পোর্টি রঙের জন্য এই অতিরিক্ত দামকে একেবারেই যুক্তিসংগত বলছেন বিশেষজ্ঞরা।

ইঞ্জিনে কোনো পরিবর্তন নেই

ইঞ্জিন ও অন্যান্য মেকানিক্যাল দিক থেকে বাইকটি অপরিবর্তিত রয়েছে। এতে আগের মতোই থাকছে ২২০ সিসি এয়ার ও অয়েল কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা উৎপন্ন করে ২০.৬ ব্রেক হর্সপাওয়ার শক্তি এবং ১৮.৫৫ নিউটন মিটার টর্ক।

কেন এই বাইকটি ভালো পছন্দ?

ডুয়েল চ্যানেল এবিএস যুক্ত হওয়ায় নিরাপত্তার দিক থেকে পালসার ২২০এফ এখন আরও এক ধাপ এগিয়ে গেছে। পাশাপাশি নতুন রঙের স্কিম বাইকটিকে করেছে আরও আকর্ষণীয়। মাত্র ১,২২১ রুপি বেশি দামে এমন গুরুত্বপূর্ণ আপগ্রেড পাওয়া নিঃসন্দেহে ভালো ডিল।

আরও পড়ুন: হোন্ডা হর্নেট ১২৫ সিসি: একসময় স্বপ্নের বাইক এখন হাতের নাগালে

যারা ২২০ সিসি সেগমেন্টে নিরাপদ, শক্তিশালী ও স্টাইলিশ একটি স্পোর্টস বাইক খুঁজছেন, তাদের জন্য ২০২৫ সালের বাজাজ পালসার ২২০এফ এখন অন্যতম সেরা বিকল্প। আগ্রহীরা নিকটবর্তী শোরুমে গিয়ে বাইকটি দেখে নিতে পারেন।

এজেড