অটোমোবাইল ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৫, ১১:২১ এএম
ডিসেম্বরে মারুতি সুজুকি তাদের প্রিমিয়াম নেক্সা গাড়িগুলোর ওপর আকর্ষণীয় ছাড় ঘোষণা করেছে, গ্র্যান্ড ভিটারাকে বাদ দিয়ে প্রায় সব মডেলেই দেওয়া হচ্ছে অফার। অফারগুলোর মধ্যে রয়েছে নগদ ছাড়, পুরোনো গাড়ি বদলে এক্সচেঞ্জ সুবিধা এবং গ্রামীণ গ্রাহকদের জন্য বাড়তি ছাড়। তবে মনে রাখতে হবে, শহরভেদে এই ছাড়ের পরিমাণ ভিন্ন হতে পারে এবং স্টক সীমিত— তাই নিকটস্থ ডিলারশিপে যাচাই করে নেওয়াই শ্রেয়।
নতুন অফারের আওতায় নভেম্বরের তুলনায় অনেক মডেলে ছাড় আরও বেড়েছে এবং এই সুবিধা পাওয়া যাবে ডিসেম্বরের শেষ পর্যন্ত।
মারুতি সুজুকি ইনভিক্টো মডেলে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। নেক্সা–র প্রিমিয়াম এমপিভি ইনভিক্টোর সব ভ্যারিয়েন্টে মোট ২.১৫ লাখ রুপি পর্যন্ত বেনিফিট পাওয়া যাবে। এর মধ্যে ১ লাখ রুপি নগদ ছাড় এবং পুরোনো গাড়ি স্ক্র্যাপ বা এক্সচেঞ্জ সুবিধায় ১.১৫ লাখ রুপি পর্যন্ত পাওয়া যাবে। ইনভিক্টো মূলত টয়োটা ইনোভা হাইক্রস–এর ব্যাজ-ইঞ্জিনিয়ারের সংস্করণ, যার দাম সাধারণত ২৪.৯৭ লাখ থেকে ২৮.৬১ লাখ রুপি। বড় ছাড় পাওয়ায় মডেলটি অনেক ক্রেতার নজর কাড়ছে।

অন্যান্য মডেল যেমন সিয়াজ, ইগনিস, বালেনো, এক্সএল৬ এবং ফ্রনক্সেও বিভিন্ন পরিমাণে ছাড় দেওয়া হচ্ছে। পুরোনো মডেল সিয়াজ–এ সব ভ্যারিয়েন্টে ১.৩০ লাখ রুপি পর্যন্ত ছাড় থাকছে। ইগনিস–এর স্বয়ংক্রিয় গিয়ার (এএমটি) ভ্যারিয়েন্টে ৬০ হাজার রুপি এবং ম্যানুয়াল ভ্যারিয়েন্টে ৮০ হাজার রুপি ছাড় পাওয়া যাবে। ফ্রনক্সের ভ্যারিয়েন্টভেদে ৩৫ হাজার থেকে ৮৮ হাজার রুপি পর্যন্ত ছাড় থাকছে, বিশেষ করে টার্বো ভ্যারিয়েন্টে অতিরিক্ত ভেলোসিটি প্যাকেজ সরঞ্জামের সুবিধাও দেওয়া হচ্ছে। বালেনো মডেলে ৫৫ হাজার থেকে ৬০ হাজার রুপি ছাড় (কিছু ভ্যারিয়েন্টে ৭০ হাজার পর্যন্ত) মিলছে। এক্সএল৬ মডেলে সর্বোচ্চ ৬০ হাজার রুপি পর্যন্ত ছাড় থাকছে, বিশেষ করে সিএনজি ভ্যারিয়েন্টে।
জনপ্রিয় লাইফস্টাইল অফ-রোড মডেল জিমনির সব ভ্যারিয়েন্টে সরাসরি ১ লাখ রুপি পর্যন্ত নগদ ছাড় দেওয়া হচ্ছে। জিমনি বর্তমানে ১২.৩২ লাখ থেকে ১৪.৪৫ লাখ রুপির মধ্যে বিক্রি হয়, ফলে এই ছাড়টি ক্রেতাদের আরও আকর্ষণ করছে।
আরও পড়ুন: সবচেয়ে কম দামের ইলেকট্রিক গাড়ি আনল মারুতি সুজুকি
তবে সব ক্ষেত্রেই ছাড়ের পরিমাণ ও উপলব্ধতা শহর অনুযায়ী বদলে যেতে পারে। তাই আগ্রহী ক্রেতাদের নিকটস্থ অনুমোদিত ডিলারশিপে গিয়ে বিস্তারিত যাচাই করে নেওয়া উচিত।
২০২৫ সালের শেষ মাসে মারুতি সুজুকির এই অফার নতুন গাড়ি কেনার পরিকল্পনা থাকা ক্রেতাদের জন্য দারুণ সুযোগ এনে দিয়েছে। বাজেট বিবেচনায় উপযুক্ত মডেল বেছে নেওয়ার জন্য বছর শেষের এই সময়টি বেশ উপকারী হয়ে উঠতে পারে।
এজেড