অটোমোবাইল ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম
ক্রমবর্ধমান দূষণ, পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি এবং পরিবেশবান্ধব প্রযুক্তির চাহিদা বাড়ার ফলে হাইব্রিড স্পোর্টস ইউটিলিটি ভেইকেল বা এসইভি(SUV) গাড়ির জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। এসব হাইব্রিড SUV কম জ্বালানি ব্যবহার করে, উন্নত মাইলেজ দেয় এবং পরিবেশের ওপর কম প্রভাব ফেলে। ভারতের বাজারে ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে আসছে তিনটি গুরুত্বপূর্ণ মডেল। এর মধ্যে রয়েছে মারুতি সুজুকি ফ্রনক্স হাইব্রিড, কিয়া সেল্টোস হাইব্রিড এবং মারুতি গ্র্যান্ড ভিটারা ৭ সিটার হাইব্রিড। প্রতিটি মডেলেই থাকছে উন্নত প্রযুক্তি, শক্তিশালী ব্যাটারি এবং আধুনিক ফিচার।
মারুতি ফ্রনক্স হাইব্রিড
মারুতির ফ্রনক্স হাইব্রিড বাজারে সবচেয়ে সাশ্রয়ী হাইব্রিড এসইউভিগুলোর একটি হবে। অনুমান করা হচ্ছে এর প্রারম্ভিক মূল্য হবে প্রায় ৮.৫ লাখ রুপি। গাড়িটিতে ব্যবহৃত হবে কোম্পানির প্রথম অভ্যন্তরীণ শক্তিশালী হাইব্রিড সিস্টেম HEV। এতে থাকবে ১.২ লিটার তিন সিলিন্ডার Z12E পেট্রোল ইঞ্জিন, যা একটি বৈদ্যুতিক মোটর এবং ১.৫ থেকে ২ কিলোওয়াটঘণ্টা ব্যাটারির সঙ্গে যুক্ত থাকবে। পুরো সিস্টেম মিলে উৎপাদন করবে ৮০ থেকে ৯০ বিএইচপি শক্তি। এটি সিরিজ হাইব্রিড প্রযুক্তিতে তৈরি, যেখানে পেট্রোল ইঞ্জিন ব্যাটারি চার্জ দেবে এবং বৈদ্যুতিক মোটর চাকায় শক্তি সরবরাহ করবে। গাড়িটির সম্ভাব্য মাইলেজ হবে প্রতি লিটারে প্রায় ৩৫ কিলোমিটার। ডিজাইন এবং ফিচারে থাকবে নতুন গ্রিল, LED লাইট, ৯ ইঞ্চি টাচস্ক্রিন, ওয়্যারলেস কারপ্লে, ডিজিটাল ক্লাস্টার এবং লেভেল ১ ADAS।
আরও পড়ুন: স্পোর্টি লুক ও শক্তিশালী ইঞ্জিনে এলো হার্লে-ডেভিডসনের এই মোটরসাইকেল
কিয়া সেলটোস হাইব্রিড
কিয়া সেলটোস হাইব্রিড ২০২৬ সালে বাজারে আসবে এবং এটি হবে ভারতের বাজারে কিয়ার প্রথম হাইব্রিড গাড়ি। এতে ১.৫ লিটারের পেট্রোল ইঞ্জিনের সঙ্গে যুক্ত থাকবে একটি বৈদ্যুতিক মোটর, যা মিলিতভাবে উৎপাদন করবে ১৪০ বিএইচপি শক্তি এবং ২৫০ এনএম টর্ক। গাড়িটিতে থাকবে e CVT গিয়ারবক্স এবং সম্ভাব্য মাইলেজ হবে প্রতি লিটারে ২৫ থেকে ২৮ কিলোমিটার। ফিচারের মধ্যে থাকছে ১০.২৫ ইঞ্চির ডুয়াল স্ক্রিন সেটআপ, সানরুফ, ভেন্টিলেটেড সিট এবং লেভেল ২ ADAS। ধারণা করা হচ্ছে প্রারম্ভিক মূল্য হবে প্রায় ১৫ লাখ টাকা।

মারুতি গ্র্যান্ড ভিটারা ৭ সিটার হাইব্রিড
মারুতির জনপ্রিয় গ্র্যান্ড ভিটারার ৭ সিটারের হাইব্রিড সংস্করণ ২০২৬ সালে বাজারে আসছে। এতে ব্যবহৃত হবে ১.৫ লিটার K15C পেট্রোল ইঞ্জিন এবং ৭৯ বিএইচপি ক্ষমতার বৈদ্যুতিক মোটর। দুই মিলে মোট শক্তি উৎপাদন হবে ১১৫ বিএইচপি। জ্বালানি দক্ষতা ২৫ কিলোমিটার প্রতি লিটার অতিক্রম করবে বলে কোম্পানি আশা করছে। বড় পরিবারকে লক্ষ্য করে তৈরি SUVটিতে থাকবে লম্বা হুইলবেস, তৃতীয় সারির সিট, ৯ ইঞ্চি টাচস্ক্রিন, হেড আপ ডিসপ্লে, ভেন্টিলেটেড সিট এবং ADAS ফিচার। গাড়িটির সম্ভাব্য প্রারম্ভিক মূল্য হবে প্রায় ১৮.৫ লাখ টাকা।
এজেড