images

অটোমোবাইল

ইয়ামাহার সব মডেলের মোটরসাইকেলের নতুন দাম জানুন

অটোমোবাইল ডেস্ক

০৪ জুলাই ২০২২, ০৯:৪১ এএম

জাপানের বিখ্যাত অটোমোবাইল উৎপাদনকারী কোম্পানি ইয়ামাহা। প্রতিষ্ঠানটির মোটরসাইকেলের কদর বিশ্বজুড়ে। বাংলাদেশে ইয়ামাহা ব্র্যান্ডের বাইক আমদানি ও বাজারজাত করে এসিআই মোটরস লিমিটেড। এসিআই সম্প্রতি ইয়ামাহার বিভিন্ন মডেলের নতুন দাম ঘোষণা করেছে। জানুন সর্বশেষ দাম। 

দেশে ইয়ামাহার ১০টিরও বেশি মডেল ও কয়েকটি মডেলের একাধিক ভার্সন বিক্রি হয়। এর মধ্যে জনপ্রিয় ফ্লাগশিপ বাইক আর১৫এম। এর বর্তমান দাম 
৫ লাখ ৫৫ হাজার টাকা।

একই মডেলের আরেকটি ফ্লাগশিপ ভার্সন আর১৫ ভার্সন ৪। এই মডেলের রেসিং ব্লু কালার এখন কেনা যাবে ৫ লাখ ৫৫ হাজার টাকায়। একই মডেলের 
   
একই মডেলের ডার্ক নাইট এবং মেটালিক রেড কালারের দাম ৫ লাখ ৪০ হাজার টাকা। 

yamahaএছাড়াও ন্যাকেক স্পোর্টস বাইক এফজেড-এক্স মডেলের বর্তমান মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা। 

ইয়ামাহার বেশি বিক্রীত মডেল আর১৫ ভার্সন থ্রিতে ২৫ হাজার টাকা ক্যাশব্যাক অফার চলছে। অফার মূল্য ৪ লাখ ৬০ হাজার টাকা।

সম্প্রতি বাজারে এসেছে এক্সএসআর ১৫৫ মডেল। এতেও ক্যাশব্যাক ঘোষণা করেছে এসিআই মোটরস। ২৫ হাজার টাকা ক্যাশব্যাক নিয়ে বাইকটি এখন কেনা যাবে ৫ লাক ২০ হাজার টাকা।

দেশের তরুণদের কাছে তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা পেয়েছে এমটি ১৫ মডেলটি। এর বর্তমান দাম ৪ লাখ ১৫ হাজার টাকা। 

বাজারে বহুবছর ধরে রাজত্ব করছে ফেজার মডেলটি। ফেজার এফআই ভার্সন টুর বর্তমান মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা। 

এছাড়াও এফজেড-এস ভার্সন থ্রি কেনা যাবে ২ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা। এফজেড এফআই ভার্সন এবিএস, ভিনটেজ এডিশনের এখনকার দাম ২ লাখ ৫১ হাজার টাকা। 

bikeএফজেড এস ভার্সন টু মডেল পাওয়া যাবে ২ লাখ ২০ হাজার টাকা। 

ইয়ামাহার জনপ্রিয় কমিউটির স্যালুটো ১২৫ মডেলটি কেনা যাচ্ছে ১ লাখ ৪০ হাজার টাকায়। 

এছাড়াও রে জেডআর স্ট্রিট র‌্যালি ১২৫ এফআই স্কুটারটির নতুন দাম ২ লাখ ৩০ হাজার টাকা। 

এসিআই মোটরস লিমিটেড জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দামে প্রতিষ্ঠানটির সব মডেলের বাইক কেনা যাবে। 

এজেড