images

অটোমোবাইল

ইলেকট্রিক কার: এক চার্জে হাজার কিলোমিটার পার

অটোমোবাইল ডেস্ক

০২ জুলাই ২০২২, ০৯:৫৩ এএম

শক্তিশালী ব্যাটারির ইলেকট্রিক কার বাজারে এলো। যা কি না এক চার্জে এক হাজার কিলোমিটার পথ চলতে সক্ষম। বৈদ্যুতিক এই গাড়িটি বাজারে এনেছে ভারতের একমাত্র ইলেকট্রিক এমপিভি। গাড়িটির মডেল বিওয়াইডি ই৬।  

কোম্পানিটি দাবি করছে তাদের নয়া এই গাড়ি একবার চার্জ দিলে কমছে কম এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে।  

carএই গাড়িতে থাকছে ডুয়েল টোন ফিনিশ। থাকছে অ্যালয় হুইল, এলইডি টেল ল্যাম্প। এছাড়াও অ্যাপল কার প্লে, অ্যানড্রয়েড অটো সাপোর্ট থাকছে এই গাড়িতে। রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ কানেক্টিভিটি অপশন।

গাড়িটি বাজারে আসতে না আসতেই লম্বা দূরত্ব অতিক্রম করে ইন্ডিয়ান বুক অব রেকর্ডসে নাম তুলেছে বিওয়াইডি ই৬।

carএটাই ভারতে কোন ইলেকট্রিক গাড়ির সব থেকে লম্বা যাত্রা।

একটি মাত্র ভেরিয়েন্টে ভারতে এই গাড়ির দাম ২৯.১৫ লাখ রুপি। গাড়ির বাইরে সীমিত ক্রোম ফিনিশ ব্যবহার হয়েছে। থাকছে পাতলা ডিজাইনের প্রোজেক্টর হেডল্যাম্প। এছাড়াও থাকছে এলইডি ডিআরএল।

carবিওয়াইডি ই৬ মডেলে ৭১.৭ কিলোওয়াট আওয়ারের ব্লেড ব্যাটারি প্যাক ব্যবহৃত হয়েছে। ৭০ কিলোওয়াট আওয়ারের ইলেকট্রিক মোটরে সর্বোচ্চ ১৮০ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার গতিতে গাড়িটি ছুটতে সক্ষম।

এজেড