অটোমোবাইল ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ এএম
ভারতের জনপ্রিয় দুই চাকার যান নির্মাতা টিভিএস মোটর কোম্পানি তাদের বহুল বিক্রিত স্কুটার জুপিটার-এর নতুন বিশেষ সংস্করণ স্টারডাস্ট ব্ল্যাক বাজারে এনেছে। এর প্রদর্শনী মূল্য (দিল্লি) নির্ধারণ করা হয়েছে ৯৩,০৩১ রুপি। বর্তমানে এটি জুপিটার সিরিজের সবচেয়ে দামী মডেল। নতুন সংস্করণটি ডিস্ক এসএক্সসি (Disc SXC) ভ্যারিয়েন্টের উপরে স্থান পেয়েছে। ফলে এটি প্রিমিয়াম স্কুটার হিসেবে বাজারে এসেছে।
ডিজাইন ও বৈশিষ্ট্য
নতুন জুপিটার স্টারডাস্ট ব্ল্যাক স্কুটারে যান্ত্রিকভাবে কোনো পরিবর্তন না থাকলেও সবচেয়ে বড় আপডেট এসেছে চেহারায়। সম্পূর্ণ কালো রঙের রঙিন আবরণ (পেইন্ট স্কিম) স্কুটারটিকে দিয়েছে আরও আকর্ষণীয় ও প্রিমিয়াম লুক। এক্সহস্ট হিট শিল্ডে ক্রোম পালিশ দেওয়া হয়েছে, যা কালো গায়ের সঙ্গে দারুণ বৈপরীত্য তৈরি করে। স্কুটারের ব্যাজ এবং টিভিএস লোগোতে দেওয়া হয়েছে ব্রোঞ্জ রঙের ছোঁয়া, যা এটিকে আরও আলাদা ও এক্সক্লুসিভ করেছে।
ফিচার ও আরাম
ডিস্ক এসএক্সসি ভ্যারিয়েন্টের মতোই এই বিশেষ সংস্করণেও কিক-স্টার্ট নেই। তবে গ্রাহকেরা চাইলে শোরুম পর্যায়ে অতিরিক্ত যন্ত্রাংশ হিসেবে এটি লাগাতে পারবেন। স্কুটারে রয়েছে সিভিটি স্বয়ংক্রিয় গিয়ারবক্স, যা শহরের যানজটে চালানোকে করবে আরও আরামদায়ক।
ইঞ্জিন ও পারফরম্যান্স
জুপিটার স্টারডাস্ট ব্ল্যাকের ইঞ্জিনেও কোনো পরিবর্তন হয়নি। এটি আগের মতোই ১১৩.৩ সিসি বায়ু-শীতল ইঞ্জিনে আসছে, যা থেকে পাওয়া যায় ৭.৯১ অশ্বশক্তি এবং ৯.৮০ এনএম ঘূর্ণনবল। ইঞ্জিন ও ট্রান্সমিশন সিস্টেম মিলে দেয় মসৃণ ও কার্যকরী পারফরম্যান্স, যা দৈনন্দিন যাতায়াতের জন্য যথেষ্ট উপযোগী।
বাজারে অবস্থান
টিভিএস-এর লক্ষ্য এই নতুন ভ্যারিয়েন্টের মাধ্যমে জুপিটারকে আরও শক্তভাবে প্রিমিয়াম সেগমেন্টে প্রতিষ্ঠা করা। যারা স্টাইল এবং পারফরম্যান্সের মিশ্রণ চান, তাদের জন্য এই বিশেষ সংস্করণ হতে পারে উপযুক্ত পছন্দ। দাম কিছুটা বেশি হলেও এর এক্সক্লুসিভ লুক এবং প্রিমিয়াম সমাপ্তি এটিকে আলাদা করে তুলেছে।
আরও পড়ুন: হোন্ডা এসপি ১২৫ মডেল এলো ২০২৫ এডিশনে
সারসংক্ষেপে, টিভিএস জুপিটার স্টারডাস্ট ব্ল্যাক বিশেষ সংস্করণ তৈরি করা হয়েছে সেইসব গ্রাহকদের জন্য যারা সাধারণ স্কুটারের বাইরে কিছু আলাদা, স্টাইলিশ ও প্রিমিয়াম কিছু খুঁজছেন। এর অল-ব্ল্যাক লুক, ব্রোঞ্জ অ্যাকসেন্ট এবং উন্নত বৈশিষ্ট্য একে বাজারে করেছে আরও আকর্ষণীয়।
এজেড