images

অটোমোবাইল

বাজাজ নতুন চেতক ইলেকট্রিক স্কুটার আনছে

অটোমোবাইল ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪ এএম

ভারতের দুই হুইলার বাজারে সবসময়ই বিশ্বস্ত নাম বাজাজ এবং নতুন চেতক ৩০০১ মডেলের ইলেকট্রিক স্কুটার নিয়ে কোম্পানি আধুনিক শহুরে চলাচলে এক বড় পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন প্রজন্মের এই স্কুটারটি ক্লাসিক রেট্রো ডিজাইন ও আধুনিক ইলেকট্রিক প্রযুক্তির সংমিশ্রণ, যা পরিবেশ সচেতন শহুরে যাত্রীদের জন্য আদর্শ। এটি আইকনিক চেতক পুরনো আকর্ষণ বজায় রেখে নতুন প্রিমিয়াম টাচে এসেছে। মেটালিক বডি, মসৃণ কার্ভ এবং স্লিক এলইডি লাইটিং এর মাধ্যমে স্কুটারটি রাস্তার উপর আলাদা করে দাঁড়ায়। এলিগ্যান্ট ফিনিশ এবং শক্তিশালী নির্মাণ মান নিশ্চিত করে দীর্ঘস্থায়িত্ব এবং আরামদায়ক শহুরে রাইড।

scooter

পারফরম্যান্সের ক্ষেত্রে, বাজাজ চেতক ৩০০১ মডেলে রয়েছে শক্তিশালী ইলেকট্রিক মোটর, যা মসৃণ ত্বরণ ও দক্ষ পারফরম্যান্স প্রদান করে। এটি শহরের ট্রাফিকের জন্য উপযুক্ত, দ্রুত পিকআপের সঙ্গে স্থিতিশীল রাইড নিশ্চিত করে। মোটরের চমৎকার টর্ক এবং শান্ত অপারেশন শহরে যাত্রাকে আরও আনন্দদায়ক করে। ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে উচ্চ ক্ষমতার লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা এক চার্জে প্রায় ১২০–১৩০ কিলোমিটার রেঞ্জ নিশ্চিত করে। এছাড়া ফাস্ট চার্জিং সমর্থন থাকায় ব্যবহারকারীরা সময় বাঁচাতে পারবেন। ব্যাটারি দীর্ঘস্থায়ী হওয়ায় নির্ভরযোগ্যতা এবং দক্ষতাও বজায় থাকে।

chatak

ফিচার ও প্রযুক্তির দিক থেকে, চেতক ৩০০১ মডেলে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, স্মার্টফোন সংযোগযোগ্যতা, জিপিএস ট্র্যাকিং এবং বিভিন্ন রাইডিং মোড। এই স্মার্ট ফিচারগুলো শহরের ভিন্ন রোড কন্ডিশনে নিরাপদ এবং আরামদায়ক রাইডিং নিশ্চিত করে।

আরও পড়ুন: আধুনিক ফিচারে আসছে ইয়ামাহার এই পুরনো বাইক

মূল্য ধারা বিবেচনা করে, ভারতীয় বাজারে বাজাজ চেতক ৩০০১ মডেলের এক্স-শোরুম দাম হতে পারে প্রায় ১.৩ লাখ রুপি থেকে ১.৫ লাখ রুপির মধ্যে। ফিচার, ডিজাইন এবং পারফরম্যান্সের ভিত্তিতে এটি শহুরে যাত্রীদের জন্য ভ্যালু-ফর-মানি বিকল্প হিসেবে দাঁড়ায়।

এজেড