অটোমোবাইল ডেস্ক
২২ আগস্ট ২০২৫, ১০:১৩ এএম
দুই-চাকার গাড়ির বাজারে ক্রেতাদের আকর্ষণ করতে নতুন নতুন প্রস্তাব ঘোষণা করে বড় বড় সংস্থা। সেই ধারাবাহিকতায় বাজাজ অটো তাদের জনপ্রিয় পালসার রেঞ্জের জন্য নিয়ে এসেছে বিশেষ প্রস্তাব ‘পালসার হ্যাটট্রিক অফার’।
তিন সুবিধা একসঙ্গে
এই প্রস্তাবের আওতায় একজন ক্রেতা সর্বোচ্চ ১০ হাজার রুপির সমমূল্যের সুবিধা পাবেন। বাজাজ জানিয়েছে, এখানে থাকছে—
আকর্ষণীয় নগদ ফেরত (ক্যাশব্যাক)
বিমা সাশ্রয়
প্রসেসিং ফি মওকুফ
এর ফলে মোটরসাইকেল কেনার সময় গ্রাহকের খরচ অনেকটাই কমে যাবে।
আরও পড়ুন: হিরো ১২৫ সিসির নতুন মোটরসাইকেল আনল
কোন কোন মডেলের জন্য এই সুবিধা পাবেন?
প্রায় পুরো পালসার সিরিজের মোটরসাইকেলই এই প্রস্তাবের আওতায় আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য—
পালসার ১২৫, এনএস ১২৫, এন ১২৫
পালসার ১৫০, এন ১৬০, এনএস ১৬০
পালসার এনএস ২০০, এন ২৫০, ২২০এফ, আরএস ২০০
এমনকি সদ্য বাজারে আসা পালসার এনএস ৪০০জেড
তবে বাজাজ এখনও স্পষ্ট করেনি কোন মডেল এই প্রস্তাবের বাইরে রয়েছে।

প্রতিদ্বন্দ্বিতায় প্রভাব ফেলবে
বর্তমানে হিরো মোটোকর্প গ্ল্যামার এক্স ১২৫ এবং হোন্ডা সিবি১২৫ হর্নেট বাজারে শক্ত প্রতিযোগী হিসেবে রয়েছে। কিন্তু দীর্ঘদিনের জনপ্রিয়তা, কার্যক্ষমতা এবং নকশার কারণে বাজাজের পালসার এই হ্যাটট্রিক প্রস্তাবের মাধ্যমে প্রতিদ্বন্দ্বীদের চাপে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ক্রেতাদের জন্য বড় সুযোগ
প্রতি বছর উৎসবের সময় মোটরসাইকেলের বিক্রি বেড়ে যায়। বাজাজও সেই ক্রেতা-মনোভাবকে কাজে লাগাতে চাইছে। তাই যারা নতুন মোটরসাইকেল কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই প্রস্তাব হতে পারে বড় সুযোগ। নগদ ফেরত, বিমায় ছাড় এবং প্রসেসিং ফি মওকুফ মিলিয়ে গ্রাহকের খরচ কমবে প্রায় ১০ হাজার রুপি।
এজেড