images

অটোমোবাইল

বাইকে পেট্রোলের সঙ্গে ইথানল মিশিয়ে ব্যবহার করলে কি ইঞ্জিনের ক্ষতি হয়?

অটোমোবাইল ডেস্ক

১৫ আগস্ট ২০২৫, ০৪:১৮ পিএম

ভারতে রাস্তায় চলাচল করা বেশিরভাগ গাড়ি এখনও E20 জ্বালানি—যাতে ২০% ইথানল ও ৮০% পেট্রোল থাকে—সম্পূর্ণভাবে সহ্য করতে পারে না। ফলে অনেক গাড়ির মালিক অভিযোগ করছেন, তাদের গাড়ির জ্বালানি দক্ষতা (মাইলেজ) কমে যাচ্ছে।

E20 জ্বালানি কী?

E20 মানে ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল।

এটি পরিবেশবান্ধব হলেও সব গাড়ির জন্য উপযোগী নয়।

মাইলেজে প্রভাব

অটোমোবাইল গবেষণা সংস্থা অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এআরএআই) জানিয়েছে, পরীক্ষায় দেখা গেছে E20 জ্বালানি ব্যবহার করলে গাড়ির মাইলেজ ১ শতাংশ থেকে ৬ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

সম্ভাব্য ক্ষতি

জং ধরা: ইথানল পানি শোষণ করে, যা ফুয়েল ট্যাঙ্ক, ফুয়েল লাইন ও ইঞ্জিনের ধাতব অংশে জং ধরাতে পারে।

রাবার ও প্লাস্টিকের ক্ষয়: গ্যাসকেট, পাইপ এবং জ্বালানি লাইনের মতো অংশ নষ্ট হয়ে যেতে পারে।

ফুয়েল সিস্টেমের সমস্যা: দীর্ঘমেয়াদে ফুয়েল সিস্টেম নষ্ট হয়ে খরচ বেড়ে যেতে পারে।

E29

কারা সতর্ক থাকবেন?

২০২৩ সালের আগে তৈরি গাড়ি: এসব গাড়ি মূলত E10 জ্বালানি (১০% ইথানল মিশ্রিত) ব্যবহারের জন্য নকশা করা হয়েছে।

২০২৩ সালের পর তৈরি গাড়ি: এগুলোতে বিশেষ ধরনের কোটিং ও উপকরণ ব্যবহারের কারণে E20 জ্বালানি ব্যবহার উপযোগী।

করণীয়

গাড়ির নির্দেশিকা বই দেখে বা নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হোন গাড়ি E20 জ্বালানি সহ্য করতে পারে কি না।

E20 সহ্য না করলে শুধুমাত্র E10 বা প্রস্তাবিত জ্বালানি ব্যবহার করুন।

আরও পড়ুন: ইয়ামাহার এই জনপ্রিয় স্কুটার এলো নতুন ভার্সনে

E20 জ্বালানি পরিবেশবান্ধব হলেও ভুলভাবে ব্যবহার করলে মাইলেজ কমে যাওয়া এবং যন্ত্রাংশের ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে। তাই সতর্ক হয়ে সঠিক জ্বালানি ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।

এজেড