images

অটোমোবাইল

ইয়ামাহার এই জনপ্রিয় স্কুটার এলো নতুন ভার্সনে

অটোমোবাইল ডেস্ক

১৫ আগস্ট ২০২৫, ১২:৩৯ পিএম

ইয়ামাহা আন্তর্জাতিক বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল তাদের জনপ্রিয় স্কুটারের আপডেটেড সংস্করণ ২০২৫ ইয়ামাহা ফেসিনো ১২৫ এফআই হাইব্রিড দেশটির বাজারে মডেলটির প্রারম্ভিক মূল্য ধরা হয়েছে ৮০ হাজার ৭৫০ রুপি (এক্স-শোরুম)।

প্রিমিয়াম ভ্যারিয়েন্ট ফেসিনো এস এসেছে নতুন রঙের টিএফটি ডিসপ্লে ও ব্লুটুথ কানেক্টিভিটি, যার দাম ১.০২ লাখ রুপি

নতুন মডেলের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ‘Enhanced Power Assist’ ফিচারের মাধ্যমে। ইয়ামাহার হাইব্রিড প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি এই সিস্টেমটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করে দীর্ঘ সময় ধরে বেশি টর্ক প্রদান করে। এর ফলে স্থির অবস্থা থেকে দ্রুত গতিতে ওঠা আরও সহজ হয়, বিশেষ করে অতিরিক্ত ওজন বহন বা উঁচু রাস্তায় চলার সময়। এছাড়া আগের মতোই থাকছে স্মার্ট মিটার জেনারেটর প্রযুক্তি, যা নীরব স্টার্ট দেয়, এবং স্টপ ও স্টার্ট সিস্টেম যা জ্বালানি সাশ্রয়ে সহায়তা করে।

689dcd246b6bc1755172132

ফেসিনো এস ভেরিয়েন্টে যুক্ত হয়েছে রঙিন টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যা Y-Connect অ্যাপ-এর মাধ্যমে ব্লুটুথ কানেক্টিভিটি সাপোর্ট করে। এতে রয়েছে টার্ন বাই টার্ন নেভিগেশন যা গুগল ম্যাপস-এর সঙ্গে ইন্টিগ্রেটেড। এর ফলে রাইডাররা পাবেন রিয়েল-টাইম দিক নির্দেশনা, ইন্টারসেকশন এলার্ট এবং রাস্তার নামের তথ্য, যা শহুরে যাতায়াতে বড় সুবিধা দেবে

স্টাইলিংয়ের ক্ষেত্রে ফেসিনো এস ভেরিয়েন্টে যুক্ত হয়েছে নতুন ম্যাট গ্রে পেইন্ট স্কিমডিস্ক-ব্রেক ভ্যারিয়েন্টে এসেছে মেটালিক লাইট গ্রিন এবং ড্রাম-ব্রেক সংস্করণে যুক্ত হয়েছে মেটালিক হোয়াইট রঙের অপশন। এই নতুন শেডগুলো স্কুটারের প্রিমিয়াম লুককে আরও বাড়িয়ে তুলেছে

শক্তিহার্ডওয়্যার

স্কুটারটিতে ব্যবহৃত হয়েছে পরিচিত ১২৫ সিসি, এয়ার-কুলড, ফুয়েল-ইনজেক্টেড ব্লু কোর হাইব্রিড ইঞ্জিন, যা ই২০ জ্বালানি-সামঞ্জস্যপূর্ণ। হার্ডওয়্যারের ক্ষেত্রে রয়েছে আন্ডারবোন চ্যাসিস, টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন ও মনোশক রিয়ার সাসপেনশন। ১২-ইঞ্চি চাকার সঙ্গে সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক ব্যবহৃত হয়েছে

আরও পড়ুন: কাওয়াসাকির এই মোটরসাইকেলের দাম কমল সোয়া লাখ

২০২৫ ইয়ামাহা ফেসিনো ১২৫ এফআই হাইব্রিডের জন্য বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে এবং খুব শিগগিরই ডেলিভারি শুরু হবে। উন্নত প্রযুক্তি, আধুনিক কানেক্টিভিটি ফিচার ও নতুন রঙের সংযোজনের ফলে এটি ২০২৫ সালে শহুরে স্কুটারপ্রেমীদের জন্য একটি দারুণ বিকল্প হয়ে উঠতে পারে।

এজেড