images

অটোমোবাইল

২০২৫ রয়েল এনফিল্ড হান্টার ৩৫০: নতুন রঙে বাজার মাত, দাম ১ লাখ ৭৭ হাজার

অটোমোবাইল ডেস্ক

১২ আগস্ট ২০২৫, ১০:৩৫ এএম

ভারতের মোটরসাইকেল বাজারে জনপ্রিয় রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ মডেলটি ২০২৫ সালে নতুন রঙের বিকল্প নিয়ে এসেছে। মার্জিত গ্রাফাইট গ্রে রঙ এবং স্পোর্টি নিয়ন হলুদ হাইলাইটসসহ এই বাইকটি এখন আরও স্টাইলিশ ও আকর্ষণীয় হয়ে উঠেছে। নতুন রঙের সঙ্গে নতুন আপগ্রেডও যুক্ত করা হয়েছে, যা রাইডিং অভিজ্ঞতাকে করে তুলেছে আরও আরামদায়ক ও স্মার্ট।

নতুন গ্রাফাইট গ্রে রঙে স্টাইলিশ আপডেট

২০২৫ হান্টার ৩৫০ মডেলের নতুন গ্রাফাইট গ্রে রঙ বাইকের চেহারায় নিয়ে এসেছে আধুনিক ও মার্জিত লুক। নীয়ন হলুদ রঙের হাইলাইটস বাইকটিকে দিয়েছে চটকদার স্পোর্টি অনুভূতি, যা রাস্তায় সহজেই নজর কাড়বে।

আরও পড়ুন: মোটরসাইকেলে লং ট্যুরে গেলে শরীরের ক্লান্তি কমানোর কৌশল

শক্তিশালী ৩৪৯ সিসি জে-সিরিজ ইঞ্জিন

এই বাইকটি ৩৪৯ সিসি, এয়ার কুলড-শীতল, জে-সিরিজ ইঞ্জিন দ্বারা চালিত, যা ২০.২ ঘোড়াশক্তি এবং ২৭ নিউটন-মিটার সর্বোচ্চ টর্ক প্রদান করে। ৫-গিয়ার স্পিড গিয়ারবক্স ও সহায়ক স্লিপার ক্লাচ থাকার কারণে গিয়ার পরিবর্তন হয় মসৃণ এবং আরামদায়ক।

hunter

উন্নত রাইডিং কমফোর্ট ও আধুনিক ফিচার

রিয়ার সাসপেনশন আপগ্রেড এবং বাড়ানো গ্রাউন্ড ক্লিয়ারেন্স অসমতল রাস্তা পারাপারে সহজ করে। আরামদায়ক সিট দীর্ঘ সময় রাইডেও ক্লান্তি কমায়। LED হেডল্যাম্প, ট্রিপার ন্যাভিগেশন পড ও USB টাইপ-সি চার্জিং পোর্ট নতুন মডেলের স্ট্যান্ডার্ড ফিচার।

মধ্যম দামি রেট্রো-রোডস্টার মার্কেটে জনপ্রিয়তা বৃদ্ধি

নতুন রঙ এবং ফিচার সংযোজনের ফলে রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ এখন ভারতের মধ্যম মূল্য শ্রেণির রেট্রো-রোডস্টার সেগমেন্টে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। এর বিক্রি বাড়ার সম্ভাবনা উজ্জ্বল।

এজেড