অটোমোবাইল ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ১২:০১ পিএম
সম্প্রতি আন্তর্জাতিক বাজারে ১২৫ সিসির সেগমেন্টে একটি সম্পূর্ণ নতুন মোটরসাইকেল উন্মোচন করেছে হোন্ডা। এটি কোম্পানির অন্যতম বিশেষ উদ্যোগ হিসেবে ধরা হচ্ছে। প্রশ্ন উঠছে—তীব্র প্রতিযোগিতার এই বাজারে আদৌ কি টিকে থাকতে পারবে এই বাইক? তবে বিশেষজ্ঞরা বলছেন, এর বৈশিষ্ট্য ও ক্ষমতা দেখে এটি সহজেই বাইকপ্রেমীদের মন জয় করে নিতে পারে।
হোন্ডা সিবি ১২৫ হর্নেটের ফিচার
হোন্ডা সম্প্রতি ভারতে তাদের ২৫ বছর পূর্তির বিশেষ উপলক্ষে সিবি ১২৫ হর্নেট বাজারে এনেছে। এটি হোন্ডার ১২৫ সিসি কমিউটার সেগমেন্টে এক নতুন সংযোজন। এই বাইকটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে বাজাজ পালসার এন১২৫ এবং হিরো এক্সট্রিম ১২৫ আর মডেলের সঙ্গে।

১ আগস্ট থেকে বাইকটির অগ্রিম বুকিং শুরু হবে বলে জানিয়েছে হোন্ডা। যদিও এখনো দাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
ইঞ্জিন ও পারফরম্যান্স
হোন্ডা সিবি ১২৫ হর্নেটে রয়েছে ১২৩.৯৪ সিসি ক্ষমতাসম্পন্ন, এক সিলিন্ডারযুক্ত, বাতাস-ঠান্ডা ইঞ্জিন। এটি সর্বোচ্চ ১০.৯৯ হর্সপাওয়ার শক্তি ও ১১.২ নিউটন-মিটার টর্ক উৎপন্ন করতে পারে।
সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো—এই বাইকে ৬-গতির গিয়ারবক্স রয়েছে, যা সাধারণত এই সেগমেন্টে দেখা যায় না। মাত্র ৫.৪ সেকেন্ডে বাইকটি ০ থেকে ৬০ কিমি/ঘণ্টা গতি তুলতে পারে।
চ্যাসিস ও সাসপেনশন
বাইকটি তৈরি হয়েছে ডায়মন্ড টাইপ ফ্রেম ব্যবহার করে। সামনে রয়েছে ইউএসডি (উল্টো) সাসপেনশন ফর্ক, যা সাধারণত বড় বাইকে দেখা যায়। পেছনে দেওয়া হয়েছে ৫ ধাপে সমন্বয়যোগ্য মনোশক, ফলে যে কোনও রাস্তায় বাইক চালানো আরও সহজ ও আরামদায়ক হবে।

ব্রেকিং ব্যবস্থা
হোন্ডা সিবি ১২৫ হর্নেটে রয়েছে উন্নত ব্রেকিং সিস্টেম:
সামনের চাকায় রয়েছে ২৪০ মিমি ডিস্ক ব্রেক
পেছনে রয়েছে ১৩০ মিমি ড্রাম ব্রেক
এই সেগমেন্টে এমন শক্তিশালী ব্রেকিং কমই দেখা যায়।
প্রযুক্তি ও আধুনিক ফিচার
সম্পূর্ণ এলইডি আলো: হেডলাইট, টেইললাইট এবং সিগন্যাল অল এলইডি।
ইউএসবি চার্জিং পোর্ট: মোবাইল চার্জের জন্য অতিরিক্ত সুবিধা
৪.২ ইঞ্চির রঙিন ডিসপ্লে: এই টিএফটি স্ক্রিনটি হোন্ডার নিজস্ব রোডসিঙ্গ অ্যাপ সমর্থন করে, ফলে ফোনের সঙ্গে সংযুক্ত করে নেভিগেশন ও কল-নোটিফিকেশন দেখা সম্ভব
রঙ ও ডিজাইন
এই বাইকটি পাওয়া যাবে মোট চারটি রঙের বিকল্পে:
লেমন আইস হলুদ + পার্ল সাইরেন নীল
অ্যাথলেটিক নীল ধাতব + পার্ল সাইরেন নীল
স্পোর্টস লাল + পার্ল সাইরেন নীল
সম্পূর্ণ পার্ল সাইরেন নীল
বাইকটির স্পোর্টি লুকস, আধুনিক গ্রাফিক্স ও অ্যাগ্রেসিভ ডিজাইন যে কোনও বাইকপ্রেমীর দৃষ্টি আকর্ষণ করবেই।
আরও পড়ুন: সিএফ মোটো নতুন ২ ফ্ল্যাগশিপ স্পোর্টস বাইক আনল
হোন্ডা সিবি ১২৫ হর্নেটে শুধু একটি ১২৫ সিসির বাইক নয়, বরং এটি একটি আধুনিক, স্টাইলিশ এবং কার্যকর কমিউটার বাইক, যা প্রতিযোগিতামূলক দামে অসাধারণ বৈশিষ্ট্য দিচ্ছে। শক্তিশালী ইঞ্জিন, উন্নত সাসপেনশন, ছয় গিয়ারের সুবিধা, আধুনিক ফিচার—সব মিলিয়ে এটি নিঃসন্দেহে ১২৫ সিসি সেগমেন্টের অন্যতম সেরা বিকল্প হয়ে উঠতে চলেছে।
এজেড