অটোমোবাইল ডেস্ক
২৪ জুলাই ২০২৫, ০২:৫৫ পিএম
হিরো মোটোকর্প (Hero MotoCorp) তাদের জনপ্রিয় স্পোর্টস বাইক হিরো কারিজমা এক্সএমআর (Hero Karizma XMR)-এর বেস বা প্রাথমিক সংস্করণটি চুপিসারে বাজার থেকে তুলে নিয়েছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও এই সংস্করণটি সরিয়ে ফেলা হয়েছে। এখন থেকে কারিজমা এক্সএমআর বাইকটি কেবল দুইটি সংস্করণে পাওয়া যাচ্ছে — শীর্ষ বা টপ ভ্যারিয়েন্ট এবং নতুন চালু হওয়া কমব্যাট এডিশন (Combat Edition)।
দামের বড়সড় পরিবর্তন
কারিজমা এক্সএমআর যখন প্রথম বাজারে আসে, তখন এর দাম ছিল ভারতে ১ লাখ ৭৩ হাজার টাকা (এক্স-শোরুম)। তখন বাইকটি একটি মাত্র সংস্করণেই পাওয়া যেত। তবে এখন বেস মডেল বন্ধ হওয়ায় বাইকটির প্রারম্ভিক মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার রুপি (এক্স-শোরুম)। অর্থাৎ দাম বেড়েছে প্রায় ১৯ হাজার রুপি। যদিও নতুন সংস্করণে কিছু বাড়তি সুবিধা যুক্ত হয়েছে, যা এই মূল্যবৃদ্ধিকে যৌক্তিক করে তোলে, তবুও যারা কম দামে স্পোর্টস বাইক কেনার পরিকল্পনা করছিলেন, তাঁদের জন্য এটি অবশ্যই হতাশার খবর।

সব সংস্করণেই এখন প্রিমিয়াম ফিচার
আগে কারিজমা এক্সএমআর-এ ইউএসডি (Upside Down) ফর্ক না থাকায় অনেক ব্যবহারকারী হতাশা প্রকাশ করেছিলেন। প্রতিদ্বন্দ্বী ইয়ামাহা আর১৫ (Yamaha R15)-এ এই ফিচার থাকলেও Hero তখন তা দেয়নি। তবে এখন সব সংস্করণেই যুক্ত হয়েছে TFT ডিজিটাল ডিসপ্লে ও ইউএসডি ফ্রন্ট ফর্ক, যা বাইকের নিয়ন্ত্রণ ও ভারসাম্য আরও উন্নত করে।
নতুন কমব্যাট এডিশনের বৈশিষ্ট্য
কারিজমা এক্সএমআর-এর নতুন কমব্যাট এডিশন-এ রয়েছে আলাদা রঙের স্কিম — ধূসর ও হলুদ, যা Hero Zoom 110 Combat Edition-এর ডিজাইন স্টাইলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর দাম ২ লাখ ২ হাজার টাকা (এক্স-শোরুম)। এতে টপ ভ্যারিয়েন্টের সব ফিচারই রয়েছে, শুধু রঙের পরিবর্তনে এটি আলাদা হয়ে উঠেছে।

ইঞ্জিন ও পারফরম্যান্সে কোনও পরিবর্তন নেই
যদিও বাইকের ফিচার ও মডেল পরিবর্তন হয়েছে, কিন্তু ইঞ্জিনের দিক থেকে কোনও পরিবর্তন আসেনি। এখনো এতে রয়েছে আগের মতোই ২১০ সিসির সিঙ্গল সিলিন্ডার, তরল শীতলীকৃত (লিকুইড কুলড) ইঞ্জিন, যা সর্বোচ্চ ২৫ হর্সপাওয়ার শক্তি ও ২০.৪ এনএম টর্ক উৎপন্ন করে। সঙ্গে রয়েছে ৬-গিয়ার বিশিষ্ট গিয়ারবক্স, যা এটিকে সাব-২৫০ সিসি স্পোর্টস বাইকের তালিকায় শক্তিশালী করে তোলে।
কারিজমা এক্সএমআর-এর বেস মডেল বন্ধ হওয়ায় তুলনামূলক কম দামে স্টাইলিশ স্পোর্টস বাইক খুঁজছিলেন যারা, তাদের জন্য অপশন কিছুটা সীমিত হল। তবে উন্নত ফিচার ও নতুন ডিজাইন Hero Karizma XMR-কে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করে তুলেছে।
এজেড