অটোমোবাইল ডেস্ক
২০ জুলাই ২০২৫, ০৩:২৮ পিএম
টিভিএস মোটর কোম্পানি আবারও চমক দিতে চলেছে তাদের জনপ্রিয় স্কুটার এনটর্ক ১২৫-এর নতুন সুপার স্কোয়াড সংস্করণ নিয়ে। মার্ভেল ইউনিভার্স-এর জনপ্রিয় চরিত্রদের অনুপ্রেরণায় তৈরি এই বিশেষ সংস্করণ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। তবে প্রশ্ন উঠছে—এবার কি আসছে 'থর'-এর বজ্রধ্বনি, না কি 'স্পাইডারম্যান'-এর জালে জড়িয়ে যাবে শহরের রাস্তাঘাট?
নকশার থিম
আগের মতোই সুপারহিরো থিমে তৈরি এই স্কুটারে এবার দেখা যেতে পারে একেবারে নতুন কোনো চরিত্রের ছোঁয়া। আগের সংস্করণগুলিতে ছিল ‘ক্যাপ্টেন আমেরিকা’, ‘আয়রন ম্যান’, ‘থর’, ‘স্পাইডারম্যান’, ও ‘ব্ল্যাক প্যান্থার’-এর থিম। তবে এবার টিভিএস নতুন কিছুর ইঙ্গিত দিয়েছে।

ইঞ্জিন ও ক্ষমতা
১২৪.৮ সিসি এক সিলিন্ডারযুক্ত ইঞ্জিন
৭,০০০ আরপিএম-এ ৯.৩৮ অশ্বশক্তি
৫,৫০০ আরপিএম-এ ১০.৬ নিউটন মিটার টর্ক
স্বয়ংক্রিয় (অটো) গিয়ারবক্স যুক্ত
সাসপেনশন ও ব্রেকিং ব্যবস্থা
সামনে টেলিস্কোপিক ফর্ক
পেছনে মনোশক সাসপেনশন
১২ ইঞ্চির চাকা
সামনের চাকায় ডিস্ক ব্রেক, পেছনে ড্রাম ব্রেক
সংযুক্ত ব্রেকিং ব্যবস্থা (কম্বি ব্রেকিং সিস্টেম)
চ্যাসিস ও গঠন
টিউবুলার আন্ডারবোন কাঠামো — হালকা ও মজবুত
আরও পড়ুন: পেট্রোল নাকি অকটেন: মোটরসাইকেলে বেশি মাইলেজ দেয় কোনটি?
শুধুই স্কুটার নয়, এটি একটি স্টাইল স্টেটমেন্ট
টিভিএস এনটর্ক ১২৫ সুপার স্কোয়াড সংস্করণ কেবল একটি বাহন নয়—এটি চলন্ত স্টাইল ও চরিত্রের প্রতিচ্ছবি। নতুন সুপারহিরো অনুপ্রাণিত এই সংস্করণ আবারও তরুণদের মন জয় করবে বলেই আশা করা যায়।
এজেড