images

অটোমোবাইল

নতুন রঙ ও আধুনিক ফিচারে বাজারে এলো টিভিএস অ্যাপাচি আরটিআর ৩১০

অটোমোবাইল ডেস্ক

২০ জুলাই ২০২৫, ১০:৪৮ এএম

জনপ্রিয় দুই চাকার যান নির্মাতা টিভিএস তাদের স্ট্রিটফাইটার ধরনের জনপ্রিয় বাইক অ্যাপাচি আরটিআর ৩১০-এর ২০২৫ সালের হালনাগাদ সংস্করণ ভারতের বাজারে উন্মোচন করেছে। এর শোরুম মূল্য শুরু হয়েছে ২.৪০ লাখ রুপি থেকে। নতুন এই সংস্করণে প্রযুক্তিগত দিক থেকে যুক্ত হয়েছে একাধিক উন্নত ফিচার, তবে ইঞ্জিনের কাঠামো অপরিবর্তিত রাখা হয়েছে।

পারফরম্যান্স ও ইঞ্জিন ক্ষমতা

এই বাইকে রয়েছে ৩১২.১২ সিসি ক্ষমতাসম্পন্ন এক সিলিন্ডারযুক্ত উল্টো দিকে ঝোঁকানো ইঞ্জিন। স্পোর্ট, ট্র্যাক ও সুপারমোটো মোডে ইঞ্জিনটি ৩৫.১ বিএইচপি শক্তি উৎপন্ন করে, অন্যদিকে শহুরে ও বৃষ্টির মোডে শক্তি দাঁড়ায় ২৬.৭ বিএইচপি। টর্ক উৎপাদন সর্বাধিক ২৮.৭ এনএম। ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে হাইব্রিড ট্রেলিস ও অ্যালুমিনিয়াম কাস্ট ফ্রেম। উন্নত হ্যান্ডলিং ও সড়ক আঁকড়ে ধরার ক্ষমতার জন্য ব্যবহৃত হয়েছে মিশেলিন রোড ৫ টায়ার।

tvs

নতুন প্রযুক্তি ও ফিচার

বেস মডেলে থাকছে

গতিনিয়ন্ত্রণ (ক্রুজ কন্ট্রোল)

চাকা পিছলে যাওয়া রোধকারী প্রযুক্তি (ট্র্যাকশন কন্ট্রোল)

টর্ক নিয়ন্ত্রণ ব্যবস্থা

পেছনের চাকা উঠে যাওয়া প্রতিরোধী ব্যবস্থা

আর টপ মডেলে থাকছে

দুই দিক থেকেই গিয়ার পরিবর্তনযোগ্য দ্রুতশিফট ব্যবস্থা (কুইকশিফটার)

চাকা চাপ পর্যবেক্ষণ ব্যবস্থা (টিপিএমএস)

নিজস্ব পছন্দ অনুযায়ী সাসপেনশন অ্যাডজাস্টমেন্ট

ব্রাস ধাতুতে কোট করা ড্রাইভ চেইন

ডায়নামিক প্রো কিটে আরও থাকছে

চাবিবিহীন চালু করার ব্যবস্থা (কী-লেস রাইড)

লঞ্চ কন্ট্রোল

বাঁক ঘোরার সময় নিরাপদ ব্রেকিং (কর্নারিং এবিএস)

ঢালু পথ অনুযায়ী নিয়ন্ত্রণ ব্যবস্থা

কর্নারিং ক্রুজ কন্ট্রোল

পেছনের চাকা তোলা রোধকারী ব্যবস্থা

tvs2

ডিজাইন ও স্টাইলিং

নতুন গ্রাফিক্সসহ ফুয়েল ট্যাংক, উন্নত মানের এলইডি আলো, গতিশীল টুইন টেলল্যাম্প, সিকোয়েনশিয়াল ইন্ডিকেটর, এবং ৫ ইঞ্চির দ্বিতীয় প্রজন্মের রঙিন তথ্য পর্দা (টিএফটি ডিসপ্লে) যুক্ত হয়েছে যা রাইডের যাবতীয় তথ্য রিয়েল-টাইমে দেখায়।

বর্ণের বৈচিত্র্য

চারটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে বাইকটি:

আগুন রঙের লাল (ফিয়েরি রেড)

ক্ষিপ্র হলুদ (ফুরি ইয়েলো)

অস্ত্রধারী কালো (আরসেনাল ব্ল্যাক)

মালয়েশিয়ান নীল (সেপাং ব্লু)

আরও পড়ুন: কাওয়াসাকি এই নিনজা মোটরসাইকেল বাজার থেকে তুলে নিচ্ছে

কেটিএম ৩৯০ ডিউক ও বিএমডব্লিউ জি ৩১০ আর-এর মতো বাইকের সঙ্গে পাল্লা দিতে টিভিএস এই আপডেট এনেছে। উন্নত প্রযুক্তি ও স্টাইল মিলিয়ে এটি একটি ‘ভ্যালু ফর মানি’ স্পোর্টি বাইক হয়ে উঠেছে তাদের জন্য, যারা মধ্যম দামের মধ্যে আধুনিক ও স্মার্ট বাইক চান।

এজেড