images

অটোমোবাইল

কাওয়াসাকি এই নিনজা মোটরসাইকেল বাজার থেকে তুলে নিচ্ছে

অটোমোবাইল ডেস্ক

১৯ জুলাই ২০২৫, ০২:০১ পিএম

জাপানের জনপ্রিয় টু-হুইলার নির্মাতা কাওয়াসাকি বাজার থেকে একটি মডেলের নিনজা মোটরসাইকেল প্রত্যাহার করে নিচ্ছে। যার মডেল কাওয়াসাকি নিনজা জেডএক্সআর-৬আর।

একটি গুরুতর ইঞ্জিন সমস্যার কারণে তাদের জনপ্রিয় স্পোর্টস বাইকটির ২০২৪ এবং ২০২৫-এর নির্দিষ্ট কিছু মডেল রিকল করা হয়েছে। সমগ্র বিশ্বেই এই কার্যক্রম চালাচ্ছে সংস্থা। মূলত ক্র্যাঙ্কশ্যাফট বোল্ট অতিরিক্ত টর্ক দিয়ে টাইট করে ফেলার ফলে এই সমস্যা তৈরি হয়েছে বলে জানিয়েছে সংস্থা।

বিয়ারিংয়ের ক্ষতির আশঙ্কা

কাওয়াসাকি জানিয়েছে, ইঞ্জিন তৈরি হওয়ার সময় ক্র্যাঙ্কশ্যাফট বোল্টগুলো প্রয়োজনের তুলনায় বেশি টর্ক দিয়ে বসানো হয়েছে, যার ফলে বোল্ট ও বিয়ারিংয়ের মধ্যে তেল প্রবাহের জায়গা কমে যেতে পারে। এই সমস্যা থাকলে ইঞ্জিনে অতিরিক্ত ঘর্ষণ ও উত্তাপ সৃষ্টি হতে পারে, যার ফলে বিয়ারিং ক্ষতিগ্রস্ত হয়ে ইঞ্জিন সম্পূর্ণভাবে সিজ করে যেতে পারে — এমনকি কোনও রকম পূর্বাভাস না দিয়েই।

এই রিকল শুধুমাত্র স্ট্যান্ডার্ড কাওয়াসাকি নিনজা জেডএক্স-৬আর নয়, কেআরটি এডিশন এবং ৪০তম এনিভারসারি এডিশন মডেলগুলোকেও প্রভাবিত করেছে। শুধু ইউএসএতেই প্রায় ১৭ হাজার ৮০০ ইউনিট রিকলের আওতায় পড়েছে, এবং একই পদক্ষেপ নেওয়া হচ্ছে ইউরোপ এবং যুক্তরাজ্যের মতো অন্যান্য বাজারেও।

kawasaki

গ্রাহকদের বাইক চালানো বন্ধ রাখার পরামর্শ

যুক্তরাষ্ট্রের কাওয়াসাকি মোটরস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যাদের বাইক রিকলের আওতায় পড়েছে, তারা যেন বাইকটি না চালান যতক্ষণ না এটি কোনও অথোরাইজড সার্ভিস সেন্টারে চেক ও মেরামত করা হচ্ছে। সংস্থা গ্রাহকদের সরাসরি যোগাযোগ করে নিকটবর্তী সার্ভিস সেন্টারে বাইক নিয়ে আসার পরামর্শ দেবে। সেখানেই বোল্টের টর্ক লেভেল পরীক্ষা করে প্রয়োজন হলে নতুন বোল্ট দিয়ে বদল করা হবে, সম্পূর্ণ বিনামূল্যে।

আরও পড়ুন: মিনি ট্রাক আনল টাটা, দাম ৪ লাখ

এখনও পর্যন্ত কাওয়াসাকি ইন্ডিয়ার পক্ষ থেকে এই বিষয়ে কোনো সরকারিভাবে রিকলের ঘোষণা পাওয়া যায়নি। তবে যেহেতু এটি একটি গ্লোবাল সমস্যা এবং নিরাপত্তার সঙ্গে জড়িত, তাই ভারতের বাজারেও ভবিষ্যতে এই রিকল কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে। যারা ইতিমধ্যে ২০২৪ বা ২০২৫ কাওয়াসাকি নিনজা জেডএক্স-৬আর কিনেছেন, তাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

একটি স্পোর্টস বাইকে ইঞ্জিন ফেইলিওর চরম ঝুঁকিপূর্ণ হতে পারে, বিশেষত যখন এটি হাই স্পিডে চালানো হয়। তাই কাওয়াসাকির এই পদক্ষেপ, যা তারা সময় থাকতে নিয়েছে, গ্রাহকদের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদক্ষেপ বলেই ধরা হচ্ছে। এখন দেখার বিষয়, সংস্থাটি কীভাবে বাকি বাজারে এই রিকল প্রসারিত করে।

এজেড