images

অটোমোবাইল

মিনি ট্রাক আনল টাটা, দাম ৪ লাখ

অটোমোবাইল ডেস্ক

১৯ জুলাই ২০২৫, ০৯:০০ এএম

ভারতের বাজারে সবচেয়ে কম দামের ট্রাক আনল টাটা। যার মডেল টাটা এইস প্রো। এটি একটি চার চাকার মিনি ট্রাক। ছোট পণ্যবাহী গাড়ির সেগমেন্টে এই মিনি ট্রাক রীতিমতো গেম চেঞ্জার হতে চলেছে। আর দামও থাকছে সাধ্যের মধ্যে। ভারতের বাজারে মাত্র ৩.৯৯ লাখ রুপিকে বাহনটি কেনা যাবে। 

এই ট্রাকটি যতিক্রমী এফিশিয়েন্সি, অতুলনীয় বহুমুখী দক্ষতা এবং দুর্দান্ত ভ্যালু প্রদান করবে। ফলে জোর দিয়ে বলা যেতে পারে যে, নতুন উদ্যোগপতিদের ক্ষমতায়নের জন্যই বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে এইস প্রো মডেলটিকে।

taa2

পেট্রোল, বাই-ফুয়েল (CNG + Petrol) এবং ইলেকট্রনিক ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এইস প্রো। এক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আসলে এই গাড়ি কেনার সময় নিজেদের ব্যবসায়িক চাহিদা অনুযায়ী উপযুক্ত পাওয়ারট্রেন বেছে নেওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা। মূলত উৎপাদনশীলতা এবং মুনাফার উপর জোর দিয়েই এটি ডিজাইন করা হয়েছে। যার ফলে এইস প্রোর পেলোড ক্যাপাসিটি ৭৫০ কেজি আর এতে রয়েছে একটি ৬.৫ ফুটের লোড ডেক। ফলে কন্টেনার, মিউনিসিপ্যাল সার্ভিস এবং রিফার অপারেশনের মতো একাধিক কাজের জন্য এটি উপযুক্ত।

টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকেলস-এর এসসিভিপিইউ-এর ভাইস প্রেসিডেন্ট এবং বিজনেস হেড পিনাকী হালদার বলেন, ‘এই টাটা এস প্রো টি গ্রাহকদের বিভিন্ন ধরণের অ্যাপ্লিকেশনের জন্য ডিজাইন করা হয়েছে। বিভিন্ন আবহাওয়া পরিস্থিতি এবং ভূখণ্ডে হাজার হাজার কিলোমিটার ধরে এটি কঠোরভাবে পরীক্ষা করা হয়েছে। টাটা এস প্রো-এর বহু-জ্বালানি বিকল্প, সহজ সাশ্রয়ী মূল্য এবং উন্নত ড্রাইভেবিলিটির কারণে বিভিন্ন ব্যবহারের ক্ষেত্রে ব্যতিক্রমী মূল্য প্রদান করে। এটি আমাদের পোর্টফোলিওতে একটি কৌশলগত সংযোজন যা ছোট ব্যবসা এবং উদ্যোক্তাদের নির্ভরযোগ্য, অত্যাধুনিক গতিশীলতা সমাধান প্রদানের জন্য টাটা মোটরস-এর প্রতিশ্রুতিকে শক্তিশালী করে।’

tata_pic

তিনি জানান, টাটার এই মিনি-ট্রাক কম পরিচালন খরচে দৈনন্দিন পণ্য পরিবহণকে সাহায্য করবে। এটি পাহাড়ি অঞ্চলের জন্য একেবারে আদর্শ, যা চা এবং ফুল চাষের পরিবহণে সহায়তা করে। 

আরও পড়ুন: গুলশানে ইভি চার্জিং স্টেশন চালু করল আইপিডিসি ও মার্সিডিজ বেঞ্জ

পারফরমেন্স ছাড়াও  এইস প্রোর দুর্ধর্ষ ফিচারগুলোর মধ্যে অন্যতম হল – এটি ক্র্যাশ-টেস্টেড। সেই সঙ্গে এতে রয়েছে এরগোনোমিক কেবিন, অ্যাডভান্সড ফ্লিট এজ কানেক্টিভিটি, রিভার্স পার্কিং অ্যাসিস্ট্যান্স এবং গিয়ার শিফট অ্যাডভাইসর। এই ফিচারগুলো গাড়ির চালকের আরামদায়ক যাত্রা এবং নিরাপত্তা সুনিশ্চিত করে। টাটা এইস প্রোর ইলেকট্রিক ভ্যারিয়েন্টটি ১৫৫ কিলোমিটারের রেঞ্জ দিচ্ছে। যা ৩৮ বিএইচপি এবং ১০৪এনএম টর্ক উৎপাদন করে। তবে আবার পেট্রোল এবং বাই-ফুয়েল ভার্সনগুলো সর্বোত্তম শক্তি এবং জ্বালানি সাশ্রয়ের মতো সুবিধা প্রদান করে।

এজেড