অটোমোবাইল ডেস্ক
১২ জুলাই ২০২৫, ০৩:৫৭ পিএম
বাংলাদেশে সড়ক ও মহাসড়কে মোটরসাইকেলসহ সব যানবাহনের জন্য সরকার নির্ধারিত গতিসীমা রয়েছে। এই গতি সীমা মানা বাধ্যতামূলক এবং এর ব্যত্যয় হলে আইন অনুযায়ী শাস্তির বিধানও রয়েছে।

দেশের যানচলাচালকারী সড়ক দুই ধরনের হয়। প্রথমটা হচ্ছে সড়ক, দ্বিতীয়টি মহাসড়ক।
শহরের সাধারণ সড়কের মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা ৫০ কিমি/ঘণ্টা
দেশের মহাসড়কে (হাইওয়ে) মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা ৬০ কিমি/ঘণ্টা

তবে বাস্তবে-
অনেক চালক মহাসড়কে ৭০–৮০ কিমি/ঘণ্টা গতিতে চালান, যা আইন লঙ্ঘন করে।
শহরের ভিতরে বেপরোয়া গতি ও র্যাশ ড্রাইভিংয়ের ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
গুরুত্বপূর্ণ তথ্য
২০১৮ সালের সড়ক পরিবহন আইন অনুযায়ী, নির্ধারিত গতি সীমার বেশি চালালে জরিমানা ও শাস্তির বিধান রয়েছে।
বিভিন্ন এলাকায় ট্রাফিক সাইনবোর্ডে গতি সীমা উল্লেখ থাকে, চালকদের তা মেনে চলতে হয়।
আরও পড়ুন: এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ৬০, মহাসড়কে ৫০
মহাসড়কে অনেক স্থানে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ রয়েছে, বিশেষ করে ঢাকা-আরিচা, ঢাকা-মাওয়া, ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে।

পরামর্শ
সবসময় সড়কের চিহ্নিত গতি সীমা মেনে চলুন।
হেলমেট পরিধান এবং ট্রাফিক আইন মেনে চালালে দুর্ঘটনা রোধ করা সম্ভব।
গতি নয়, নিরাপত্তা গুরুত্বপূর্ণ—এ কথাটি মাথায় রাখুন।
এজেড