images

অটোমোবাইল

মোটরসাইকেলে লুকিং গ্লাস কেন জরুরি

অটোমোবাইল ডেস্ক

১১ জুলাই ২০২৫, ০২:২০ পিএম

দ্রুতগামী মোটরসাইকেল শহরের রাস্তায় একদিকে যেমন গতি এনে দেয়, অন্যদিকে তেমনি নিরাপত্তা হুমকির ঝুঁকিও বাড়ায়। এই ঝুঁকির বড় অংশ এড়ানো সম্ভব যদি আপনি বাইকের সবচেয়ে সাধারণ কিন্তু সবচেয়ে উপেক্ষিত একটি যন্ত্রাংশকে গুরুত্ব দেন—লুকিং গ্লাস বা সাইড মিরর।

লুকিং গ্লাস কী?

মোটরসাইকেলের সামনে, হ্যান্ডেলের দুই পাশে লাগানো ছোট আয়নাগুলোকেই বলা হয় লুকিং গ্লাস বা রিয়ার ভিউ মিরর। এটি চালককে বাইকের পেছনের দৃশ্য না ঘুরেই দেখতে সাহায্য করে।

লুকিং গ্লাস ছাড়া বাইক চালানোর ঝুঁকি

১. ওভারটেক করার সময় পেছনে যান আসছে কিনা বুঝতে না পারা
২. লেন বদল করার সময় হঠাৎ সংঘর্ষের আশঙ্কা
৩. ট্রাফিক পুলিশ বা অ্যাম্বুলেন্স আসলেও বুঝতে দেরি হওয়া
৪. পেছনের বাইক বা গাড়ির অবস্থান সম্পর্কে অজ্ঞতা

এই সব পরিস্থিতিতে মাত্র এক সেকেন্ডের ভুল হতে পারে প্রাণঘাতী দুর্ঘটনার কারণ।

glass

ট্রাফিক আইনে লুকিং গ্লাসের বাধ্যবাধকতা

বাংলাদেশ সড়ক পরিবহন আইন অনুযায়ী, লুকিং গ্লাস ছাড়া বাইক চালালে এটি ট্রাফিক নিয়ম ভঙ্গের শামিল, এবং এতে জরিমানা হতে পারে।

অনেক সময়ে মোটরসাইকেল ফিটনেস পরীক্ষায়ও লুকিং গ্লাস না থাকলে রেজিস্ট্রেশন বাতিল হতে পারে।

লুকিং গ্লাস কীভাবে ব্যবহার করবেন সঠিকভাবে?

চালানোর আগে দুইটি আয়নার অবস্থান ঠিকমতো সেট করুন

মাঝেমধ্যে মিরর পরিষ্কার রাখুন ধুলাবালি মুক্ত রাখতে

চালানোর সময় পেছনে তাকানোর আগে মিরর ব্যবহার করুন

ভাঙা বা অস্পষ্ট গ্লাস ব্যবহার না করে নতুনটি বসান

কেন অনেকে লুকিং গ্লাস খুলে ফেলেন?

ফ্যাশন বা স্টাইল দেখানোর জন্য

বাইকের গতি ও চেহারার ভারসাম্য নষ্ট হবে ভেবে

মনে করেন, আয়না ছাড়া চালাতে পারলে ‘দক্ষ’ চালক প্রমাণিত হন

সত্য হলো: এই ধারণাগুলো ভুল ও বিপজ্জনক। দক্ষ চালক সে-ই, যিনি নিরাপদে চালাতে পারেন।

আরও পড়ুন: বৃষ্টির দিনে বাইক পরিষ্কার ও শুকানোর সঠিক নিয়ম

লুকিং গ্লাস মোটরসাইকেলের ছোট একটি অংশ হলেও এটি নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ারগুলোর একটি। জীবন রক্ষার দায়িত্বে আয়নাকে অবহেলা নয়, বরং সব সময় সঠিকভাবে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।

এজেড