images

অটোমোবাইল

১০০, ২০০, ৫০০ টাকার পেট্রোল কেন ভরবেন না জানুন

অটোমোবাইল ডেস্ক

১০ জুলাই ২০২৫, ০৫:০৮ পিএম

গাড়ি বা বাইকে পেট্রোল, অকটেন ভরার সময় আমরা অনেকেই মিটারের দিকে তাকিয়ে থাকেন, যাতে ঠকাতে না পারে কেউ। যাচাই করে নেন, মিটারে সব সংখ্যা শূন্য রয়েছে কি না! তা হলে এটাই কি সঠিক পদ্ধতি? তার পরও কিন্তু ঠকতে হয়।

আপনি যত লিটার বা টাকার পেট্রোল বলবেন, পাম্পে থাকা কর্মী আপনার বাইক বা গাড়িতে সেটাই ভরবে। কিন্তু এর পরও ঠকবাজি চলে। তবে সেই ঠকবাজির হাত থেকে আপনি চাইলে বাঁচতে পারেন। তার জন্য একটি কায়দা আপনাকে শিখে রাখতে হবে।

পেট্রোল পাম্পে গাড়িতে পেট্রোল এবং অকটেন ভরানোর সময় প্রতারণার শিকার হওয়া এড়ানো যেতে পারে। তবে তার জন্য আপনাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রথমেই মাথায় রাখতে হবে একটি বিষয়। আর তা হল, ১০০, ২০০ টাকার পেট্রোল ভরা বন্ধ রাখতে হবে। 

pump

বেশিরভাগ মানুষ পেট্রোল পাম্পে গিয়ে ১০০, ২০০ এবং ৫০০ টাকার রাউন্ড ফিগারে তেল ভর্তি করেন। অনেক সময় পেট্রোল পাম্প মালিকরা মেশিনে রাউন্ড ফিগার ঠিক করে রাখেন। সেক্ষত্রে গ্রাহকের প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

আপনি রাউন্ড ফিগারে পেট্রোল ভরাবেন না। আপনি রাউন্ড ফিগার থেকে ১০ বা ২০ টাকা বেশি পেট্রোল নিতে পারেন। সব থেকে ভাল উপায়, আপনি লিটারের হিসেবে পেট্রোল বা ডিজেল গাড়িতে ভরান। আর হাতে খুচরো না থাকলে অনলাইন পে করে দিন। 

সব পেট্রোল পাম্প নিশ্চয়ই এমনভাবে গ্রাহকদের ঠকায় না। তবে বহু জায়গায় বেশ কিছু পাম্প এমন ঠকবাজি ব্যবসা করে। অনেক সময় ধরাও পড়ে। 

আরও পড়ুন: বৃষ্টির দিনে বাইক পরিষ্কার ও শুকানোর সঠিক নিয়ম

পেট্রোল সবসময় শুধুমাত্র ডিজিটাল মিটারযুক্ত পাম্পে ভরানো উচিত। কারণ, পুরনো পেট্রোল পাম্পের মেশিনগুলোও পুরনো। ফলে সেইসব মেশিনে কম পেট্রোল ভর্তি হওয়ার আশঙ্কা বেশি। তেল ভরানোর সময় পেট্রোল পাম্প মেশিনের মিটার শূন্য সেট করা আছে কি না তা নিশ্চিত করুন।

fuel

পেট্রোল সবসময় শুধুমাত্র ডিজিটাল মিটারযুক্ত পাম্পে ভরানো উচিত। কারণ, পুরনো পেট্রোল পাম্পের মেশিনগুলোও পুরনো। ফলে সেইসব মেশিনে কম পেট্রোল ভর্তি হওয়ার আশঙ্কা বেশি। তেল ভরানোর সময় পেট্রোল পাম্প মেশিনের মিটার শূন্য সেট করা আছে কি না তা নিশ্চিত করুন। মনে রাখবেন, মিটার রিডিং সব সময় 0.00 হওয়া উচিত। ভেন্ডিং মেশিন ভেরিফিকেশন সার্টিফিকেট চাইলে যাচাই করতে পারেন।

এজেড