images

অটোমোবাইল

বৃষ্টির দিনে বাইক পরিষ্কার ও শুকানোর সঠিক নিয়ম

অটোমোবাইল ডেস্ক

১০ জুলাই ২০২৫, ১১:৪২ এএম

বর্ষাকালে মোটরসাইকেল চালানো যেমন রোমাঞ্চকর, তেমনি ঝুঁকিপূর্ণ ও ঝামেলাপূর্ণও। ভিজে রাস্তায় বাইক চালালে কাদা, পানি ও ধুলা-ময়লা জমে যায় বাইকের নানা অংশে। নিয়মিত পরিষ্কার না করলে মরিচা ধরতে পারে, ইলেকট্রিক সংযোগে সমস্যা হতে পারে এমনকি দুর্ঘটনার ঝুঁকিও বাড়তে পারে।

এই প্রতিবেদনে তুলে ধরা হলো বৃষ্টির দিনে বাইক পরিষ্কার ও শুকানোর সঠিক নিয়ম, যাতে আপনার প্রিয় বাহন দীর্ঘদিন ভালো থাকে।

১. বাইক ধোয়ার আগে যা করবেন

বাইক ঠান্ডা হোক অপেক্ষা করুন—গরম ইঞ্জিনে পানি দিলে ক্ষতি হতে পারে।

রেইন রাইডের পর দ্রুত পরিষ্কার করা সবচেয়ে ভালো, কারণ মাটি বা কাদা শুকিয়ে গেলে তুলতে কষ্ট হয়।

২. বাইক পরিষ্কার করার ধাপ

ক. বাইকের ওপরের অংশ ধোয়া

হালকা পানিতে বাইকের বডি স্প্রে করুন

নরম কাপড় বা মাইক্রোফাইবার ক্লথ ব্যবহার করে মুছুন

সাবান মিশ্রিত পানি ব্যবহার করতে পারেন (কেমিক্যাল মুক্ত অটো শ্যাম্পু ভালো)

bike_pic_main

খ. চেইনের যত্ন

কাদা ও ময়লা চেইনে জমে গেলে স্প্রে ক্লিনার বা কেরোসিন ব্যবহার করে পরিষ্কার করুন

শুকিয়ে গেলে ভালো মানের চেইন লুব ব্যবহার করুন

নিয়মিত চেইন টেনশন চেক করুন

গ. এক্সজস্ট পাইপ ও নিচের অংশ পরিষ্কার

এক্সজস্ট পাইপে পানি জমে থাকলে শুষে ফেলুন বা আলতোভাবে হাওয়া দিন

নিচের অংশে কাদা জমে থাকলে ব্রাশ দিয়ে আলগা করে তুলুন

পানি ঢোকার আশঙ্কা থাকলে এক্সজস্ট মুখে অস্থায়ী কভার ব্যবহার করুন

e_bike

ঘ. ফুয়েল ট্যাংকের মুখ ও ঢাকনা

ট্যাংকের মুখে পানি ঢুকে গেলে কার্বুরেটর/ইঞ্জিনে সমস্যা হতে পারে

বাইক ধোয়ার সময় ঢাকনা ভালভাবে লাগানো আছে কি না নিশ্চিত করুন

ভিজে গেলে শুকিয়ে মুছে ফেলুন

৩. শুকানোর সঠিক পদ্ধতি

পরিষ্কারের পর বাইক ঠাণ্ডা ছায়ায় রাখুন, সরাসরি রোদে নয়

হেয়ার ড্রায়ার বা হালকা ব্লোয়ার ব্যবহার করে পানি শুকিয়ে নিতে পারেন

মুছে নেওয়ার সময় কনেকশন পয়েন্ট, সুইচ বোর্ড ও হেডলাইটের ফাঁক লক্ষ্য করুন

৪. পরিষ্কারের পরে যা করবেন

ব্রেক টেস্ট করুন: ভেজা ব্রেক কিছুক্ষণের জন্য কাজ না করতে পারে

লাইট ও হর্ন পরীক্ষা করুন

প্রয়োজন মনে করলে সার্ভিসিংয়ের জন্য ওয়ার্কশপে নিন

wash

যেসব ভুল একদম নয়

হাই প্রেসার ওয়াটার স্প্রে দিয়ে এক্সজস্ট বা ইলেকট্রিক অংশে পানি ঢোকানো

গরম ইঞ্জিনে ঠান্ডা পানি ব্যবহার

কাদা জমে থাকলেও দিনের পর দিন না ধোয়া

চেইন লুব না দিয়ে চালিয়ে যাওয়া

আরও পড়ুন: বৃষ্টিতে মোটরসাইকেল চালানোর সময় যেসব ভুল করলেই বিপদ!

বৃষ্টির দিনে বাইকের যত্ন একটু বাড়তি হলেও এর সুফল দীর্ঘমেয়াদে অনেক। নিয়মিত পরিষ্কার ও ঠিকঠাকভাবে শুকিয়ে নিলে বাইকের কার্যকারিতা যেমন বাড়ে, তেমনি দুর্ঘটনার ঝুঁকিও কমে যায়। মনে রাখুন—আপনার সতর্কতাই বাইকের স্বাস্থ্য সুরক্ষার চাবিকাঠি।

এজেড