অটোমোবাইল ডেস্ক
০৯ জুলাই ২০২৫, ১১:১৬ এএম
বর্ষাকালে বাইক চালানো যেমন উপভোগ্য, তেমনি বেশ ঝুঁকিপূর্ণও। বিশেষ করে যখন বৃষ্টির পানিতে ভিজে গিয়ে বাইকের ব্রেক কাজ করা বন্ধ করে দেয়, তখন তা হতে পারে ভয়াবহ দুর্ঘটনার কারণ। অনেক সময় দেখা যায়, দীর্ঘ সময় বৃষ্টিতে বাইক চালানোর ফলে ড্রাম বা ডিস্ক ব্রেকে পানি ঢুকে পড়ায় সেটি স্লিপ করে বা একেবারেই কাজ করে না। এমন অবস্থায় দিশেহারা হয়ে পড়েন অনেক রাইডার। তবে সময়মতো সঠিক ব্যবস্থা নিলে এই বিপদ এড়ানো সম্ভব।
চলুন জেনে নিই বৃষ্টিতে ভিজে গেলে বাইকের ব্রেক কাজ না করলে কী করবেন:

১. বারবার ব্রেক চাপুন ও ছাড়ুন (পাম্পিং):
যদি পানির কারণে ব্রেক প্যাড বা শু ভিজে যায়, তাহলে ধীরে ধীরে বারবার চাপ দিয়ে ব্রেক শুকানোর চেষ্টা করুন। এইভাবে ঘর্ষণের মাধ্যমে পানি উবে যেতে পারে।
২. ইঞ্জিন ব্রেক ব্যবহার করুন:
গতি কমাতে গিয়ারের সাহায্য নিন। গিয়ার ডাউন করে ধীরে ধীরে গতিনিয়ন্ত্রণ করুন। এটি বিশেষভাবে কার্যকর যখন ব্রেক পুরোপুরি ফেল করেছে।
৩. বাইক সোজা রাখুন ও গতি কমান:
বাইক যতটা সম্ভব সোজা রেখে চালান এবং গতি কমাতে হর্ন ও হ্যাজার্ড লাইট ব্যবহার করুন। হঠাৎ বাঁক নিলে বা জোরে ব্রেক চাপলে বাইক পিছলে যেতে পারে।

৪. পেছনের ব্রেক ব্যবহার করে ধীরে থামান:
সামনের ব্রেক না কাজ করলে ধীরে ধীরে পিছনের ব্রেক ব্যবহার করুন। হঠাৎ জোরে চাপ দিলে চাকা লক হতে পারে।
৫. নিরাপদ স্থানে থেমে যান:
যদি সম্ভব হয়, বাইক একটি নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে পুরোপুরি থামিয়ে নিন। তারপর ব্রেক চেক করুন ও প্রয়োজন হলে শুকিয়ে নিন।

ড্রাম ব্রেক: ড্রামের ভিতরে পানি ঢুকে ঘর্ষণ কমে যায়।
ডিস্ক ব্রেক: ডিস্কে পানি জমে থাকলে প্যাডের ঘর্ষণ কমে যায়।
মাড ও কাদা: ব্রেক শু বা ডিস্কে কাদা জমে কাজ বন্ধ করে দিতে পারে।

রাইডের পর ব্রেক শুকিয়ে নিন:
বৃষ্টিতে চালিয়ে বাড়ি ফিরে গেলে বাইক থামিয়ে বারবার ব্রেক চেপে তা শুকানোর চেষ্টা করুন।
ব্রেক শু বা প্যাড চেক করুন:
নিয়মিত সার্ভিসিং করুন এবং ভিজে গেলে ব্রেক প্যাড/শু খুলে পরিস্কার ও শুকানো প্রয়োজন।
বাইক ওয়াশের পর সাবধানে ব্রেক ব্যবহার করুন:
অনেকেই বাইক ওয়াশের পর ব্রেক ভিজে থাকার কারণে সমস্যা ফেস করেন। তাই ওয়াশ করার পর ব্রেক শুকিয়ে তারপর চালান।
ভালো মানের ব্রেক প্যাড ব্যবহার করুন:
নিম্নমানের ব্রেক প্যাড ভিজলে দ্রুত কাজ করা বন্ধ করে দেয়। তাই ভালো ব্র্যান্ডের ব্রেক প্যাড ব্যবহার করা নিরাপদ।
আরও পড়ুন: বৃষ্টিতে গাড়ি বা বাইকের ব্রেক ফেল করলে করণীয় কী?
বৃষ্টির মধ্যে বাইক চালানো যতটা রোমাঞ্চকর, ততটাই সতর্কতাপূর্ণ হওয়া জরুরি। ভেজা ব্রেকের সমস্যায় কখনোই হেলাফেলা করবেন না। সময়মতো ব্যবস্থা নিন, নিয়মিত রক্ষণাবেক্ষণ করুন—নইলে বিপদ কখনো বলে কয়ে আসবে না।
এজেড